গ্যাসের দাম বৃদ্ধিতে সিপিবির প্রতিবাদ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স রবিবার (৫ জুন) এক বিবৃতিতে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতারা বলেন, ‘দুর্নীতি অপচয় বন্ধ করলে দাম কমানো সম্ভব’। আর ঢাকাসহ যেসব এলাকায় মিটার নেই সেসব এলাকায় দুই চুলার গ্রাহক গড়ে ৫০০ টাকার গ্যাস পুড়ালেও ৯৭৫ টাকা বিল দিয়ে চলছে। এতে কম গ্যাস পুড়িয়ে গ্রাহক ডাবল টাকা দিচ্ছে আর তিতাস ওই গ্যাস ব্যবহার দেখিয়ে দুর্নীতি করছে।
বিবৃতিতে বলা হয়, সরকার ভুল সিদ্ধান্ত নিয়ে এবং অপচয় প্রতিরোধ না করে দাম বাড়িয়ে নিজের ব্যর্থতা সাধারণ মানুষের কাঁধে তুলে দিচ্ছে। এটা জনগণ মেনে নেবে না।
বিবৃতিতে নেতারা বলেন, মানুষ নানা সংকটে আছে তার ওপর দাম বৃদ্ধির সিদ্ধান্ত মানুষের জীবনে নতুন বোঝা চাপাবে।
বিবৃতিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল, গ্যাস খাতের অপচয়-দুর্নীতি বন্ধ এবং সব গ্রাহককে মিটার সংযোগ দেওয়ার দাবি জানানো হয়। এই দাবিতে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
এমএমএ/