পদ্মা সেতুর উদ্বোধনীতে খালেদাকে দাওয়াত দিতে চান কাদের
বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাতে চায় আওয়ামী লীগ। তবে আইনি কোনো জটিলতা আছে কি না সেটিও খতিয়ে দেখতে চায় দলটি।
শনিবার (৪ জুন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।
তিনি বলেন, ‘বিএনপিসহ রাজনৈতিক সব প্রতিপক্ষকে দাওয়াত দেওয়া হবে। আইনি বাধা না থাকলে এবং নিয়মের মধ্যে পড়লে পদ্মা সেতু উদ্বোধনের দিন খালেদা জিয়াকেও দাওয়াত দেওয়া হবে।’
এদিন ঢাকার ব্র্যাক সেন্টারে ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত নারী চালকদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি।
আরও পড়ুন: বিএনপি একটা বড় রাজনৈতিক দল: কাদের
বিএনপি ও তাদের মিত্রদের দাওয়াত দিলে সাড়া মিলবে কি না এমন প্রশ্নের জবাবে বলেন, ‘তাদের শরিক দলগুলোকেও দাওয়াত দেওয়া হবে। তারা আসবে কি আসবে না, এটার থেকে দাওয়াত দিচ্ছি, এটা বড় ব্যাপার।’
সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলনের হুমকির প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে রাস্তায় নেমে তারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। পঁচাত্তরের হাতিয়ার গর্জে ওঠুক আরেকবার’ বলছে, দেশে বিদেশে ১৫ আগস্টের পুনারাবৃত্তী ঘটনোর অপচেষ্টা করছে।’
‘তরুণ নেতাকর্মীদের সামলান, এধরনের স্লোগান দিলে রাজনৈতিক পরিণাম ভালো হবে না। পরিণতি কার খারাপ হবে সেটা বাস্তবে দেখা যাবে। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশ নিতে হবে। অন্ধকার চোরাগলি দিয়ে ক্ষমতায় যেতে চাইলে সেটা সম্ভব না,’ যোগ করেন তিনি।
বিএনপি আবোল-তাবোল বকছে, সরকারের উন্নয়ন দেখে তাদের বুকে বিষব্যাথা ঝলছে। হিংসায় জ্বলছে বলে তারা এমন আবোল তাবোল বকছে,” বলেন কাদের।
এসএম/এমএমএ/