রাষ্ট্রপতির সংলাপ
সাংবিধানিক পদের ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটির প্রস্তাব জাসদের
নির্বাচন কমিশন গঠন করতে সার্চ কমিটি গঠনকে গ্রহণযোগ্য প্রক্রিয়া মনে করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের মধ্য থেকেই এই সার্চ কমিটি গঠনের প্রস্তাব করেছে তারা। একই সঙ্গে নির্বাচন কমিশন আইন প্রণয়নেরও দাবি জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।
বুধবার (২২ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আহবানের গণভবনে সাংলাপে অংশ নিয়ে জাসদের পক্ষ থেকে লিখিত প্রস্তাব উপস্থাপন করা হয়। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আক্তার, স্থায়ী কমিটির সদস্য মোশারফ হোসেন, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ ও রেজাউল করিম তানসেন।
রাষ্ট্রপতির সাথে আলোচনায় জাসদের পক্ষ থেকে দেওয়া লিখিত প্রস্তাবে বলা হয়, ‘সংবিধানে নির্বাচন কশিমন গঠনের সুনির্দিষ্ট আইন প্রণয়নের তাগিদ দেয়া থাকলেও দুর্ভাগ্যক্রমে এখনও পর্যন্ত সে আইন প্রণীত হয়নি। এমন পরিস্থিতিতে আমাদের দল জাসদ মনে করে যে তুলনামূলকভাবে যথোপযুক্ত দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করতে 'সার্চ কমিটি' গঠন একটি গ্রহণযোগ্য প্রক্রিয়া। আমরা আশা করি যে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে আপনি সার্চ কমিটি গঠন করে যথোপযুক্ত দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ প্রদান করবেন।’
এতে আরও বলা হয়, ‘আমাদের দল জাসদ মনে করে যে নির্বাচন কমিশন গঠনে আপনার উদ্যোগে সার্চ কমিটি গঠন করার প্রক্রিয়াকে সুনির্দিষ্ট ও স্থায়ী কাঠামোগত রূপ দেয়াসহ নির্বাচন কমিশন গঠনের সুনির্দিষ্ট আইন প্রণয়ন করে নির্বাচন ব্যবস্থা নিয়ে সকল বিতর্কের অবসান করা প্রয়োজন।’
প্রস্তাবে আরও বলা হয়, ‘জাসদ মনে করে যে সার্চ কমিটি গঠনে ব্যক্তির নাম প্রস্তাব করা সমীচিন নয়। আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের মধ্য থেকেই সার্চ কমিটির সদস্য মনোনয়ন দেয়া সমীচিন মনে করি।’
সংলাপ আয়োজনের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বংলাদেশের সংবিধান’-এর ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা মহামান্য রাষ্ট্রপতি হিসেবে এককভাবে আপনার উপর অর্পিত হলেও নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণের জন্য দলগুলোর সাথে আপনি আলোচনার উদ্যোগ গ্রহণ করেছেন। আপনার এ মহানুভব ও উদার উদ্যোগকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাধুবাদ জানায়।’
এসএম/এপি/