কল্যাণ পার্টির সঙ্গে সংলাপে বিএনপি
২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে সংলাপে বসেছে বিএনপি। বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৪ টা ১০ মিনিটে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ শুরু হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম খান।
কল্যাণ পার্টির প্রতিনিধি দলে চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, সদস্য স্থায়ী কমিটি মোহাম্মদ ইলিয়াস, মিসেস ফোরকান ইব্রাহিম, মহাসচিব আব্দুল আউয়াল মামুন, অতিরিক্ত মহাসচিব নুরুল কবির পিন্টু, ভাইস চেয়ারম্যান আলী হোসাইন ফরায়েজী, সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ মাহমুদ খান, যুগ্ম মহাসচিব রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কমান্ডার (অবঃ) ফয়সাল মেহেদী, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান সাদাত, প্রচার ও প্রকাশন সম্পাদক জাহিদ প্রমুখ উপস্থিত আছেন।
প্রসঙ্গত, বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে আন্দোলনের ঐক্য গড়ে তুলতে সংলাপের সিদ্ধান্ত নেয় বিএনপি। তারই ধারাবাহিকতায় ২৪ মে নাগরিক ঐক্য, ২৭ মে ২০ দলীয় জোট শরিক বাংলাদেশের লেবার পার্টি, ৩১ মে গণসংহতি আন্দোলন এবং ১ জুন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপ করেছে বিএনপি।
এমএইচ/এএজেড