নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ
আওয়ামী লীগের সব পর্যায়ের নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘অনেক ষড়যন্ত্র হবে। নেতা-কর্মীদের গঠনমূলকভাবে সেসব ষড়যন্ত্র মোকাবেলা করবে।’
বুধবার (১ জুন) বিকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের নীতি নির্ধারণী সর্বোচ্চ ফোরাম উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব নির্দেশনা দিয়েছেন।
বৈঠক শেষে উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, অনেকেই এখন রাজনীতির মাঠে লাশ চায়। তাদের সেই স্বার্থ যেন হাসিল না হয় সে বিষয়ে ছাত্রলীগসহ সব সংগঠনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন উপদেষ্টারা। দেশের ষড়যন্ত্র আছে সেই বিষয়েও দলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের এ নীতিনির্ধারণী ফোরামের নেতারা। ছাত্রলীগকে মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচি করার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশি-বিদেশি বিভিন্ন সংকট মোকাবেলার বিষয়ে নেতাদের সতর্ক থাকতে হবে।
এসএম/এসএন