যুগপৎ আন্দোলন শুরু করব: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশে বর্তমানে কর্তৃত্ববাদী সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ, জনগণ মুক্তি চায়, আর সেই অবস্থা থেকে উত্তরণ ঘটনোর জন্য দেশের সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলব বলে সিদ্ধান্ত নিয়েছি। ধারাবাহিকতায় ঘোষিত কর্মসূচির আলোকে আজ আমরা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে আলোচনায় মিলিত হয়েছিলাম, কথা বলেছি। অত্যন্ত আনন্দের কথা আলোচনায় আজকে উভয় দল কত গুলো মৌলিক বিষয়ে একমত হয়েছি। আর বাকি বিষয়গুলো নিয়েও ভবিষ্যতে অতিদ্রুত সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে সেগুলো সমাধান করতে পারব বলে বিশ্বাস করি।’
বুধবার (১ জুন) তোপখানা রোডে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংলাপ শেষে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিনা কারণে আটকে রাখা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিদেশে নির্বাসিত করে রাখা। প্রায় ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা এবং দেশে যে একটা ভয়াবহ ক্রাসের অবস্থা সৃষ্টি করে রাখা হয়েছে তার বিরুদ্ধে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি-এই আন্দোলন যদি আমরা শুরু করতে পারি তাহলে অবশ্যই দুঃশাসনের পতন ঘটাতে পারব।’
আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করার পরে এই সংসদ বিলুপ্ত করতে হবে। একটি নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে সকল জনগণ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মধ্যে দিয়ে নতুন নির্বাচনের ব্যাপারে একমত হয়েছি। পরবর্তীকালে যে সমস্ত সংস্কারের কথা উনি (সাইফুল হক) বলেছেন, আমরাও যে বিষয়গুলোর কথা বলছি এইসব বিষয় নিয়ে অতি অল্প সময়ের মধ্যে আলোচনা করব।’
তিনি বলেন, ‘আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে-আমরা যারা একমত হচ্ছি তারা যৌথভাবে নিজ নিজ জায়গা থেকে যুগপৎ আন্দোলন শুরু করব। আন্দোলনের মধ্যে দিয়েই এই ধারা নির্ধারিত হবে, যে কিভাবে এটা রুপ নিচ্ছে। আমরা বিশ্বাস করি-বাংলাদেশে অতীতে যে সব আন্দোলন সফলভাবে হয়েছে, এভাবেই সকল রাজনৈতিক দল অংশ নিবে। আমাদের বিশ্বাস বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের উপর অর্পিত দায়িত্ব জনগণের কল্যাণে কাজ করা সেখানে সফল হতে সক্ষম হব। সকল রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্ব পালনে এক জোট হয়ে কাজ করলে আমরা অবশ্যই এই দুঃশাসন কে পরাজিত করে জনগণের বিজয় অর্জন করতে সক্ষম হব।’