বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপে বিএনপি
সরকারবিরোধী আন্দোলনে ‘বৃহত্তর ঐক্য’ গড়ে তুলতে গণসংহতি আন্দোলনের পর ‘বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপ করছে বিএনপি।
বুধবার (১ জুন) দুপুর সোয়া ১টায় তোপখানা রোডে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংলাপে বসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
সংলাপে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দলটির ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যরা হলেন, পলিট ব্যুরোর সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনসান আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদ হোসেন, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক ও অ্যাপোলো জামালী।
গতকাল হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সঙ্গে সংলাপ করে বিএনপি। ওই সংলাপেও বিএনপির নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল।
গত ২৪ মে বিএনপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে আন্দোলনের ঐক্য গড়ে এ সংলাপের সিদ্ধান্ত নেয়। ওই দিন তারা নাগরিক ঐক্যের সঙ্গে এবং ২৭ মে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশের লেবার পার্টির সঙ্গে সংলাপ করেছে বিএনপি।
একদিকে ‘গণতন্ত্র মঞ্চ’ নামে সাত দলের নতুন এক রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের আলোচনার মধ্যেই ওই মঞ্চের শরিক গণসংহতির পর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপে বসল বিএনপি।
গত ২৯ মে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আবদুর রবের উত্তরার বাসায় জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারি পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন- এ সাত দলকে নিয়ে ‘গণতন্ত্র মঞ্চ’ নামে নতুন প্ল্যাটফর্ম গড়ার বিষয়ে মতৈক্য হয়।
গণতান্ত্রিক মঞ্চে যুক্ত হওয়ার আলোচনা মধ্যে গত ২৫ মে বাম গণতান্ত্রিক জোট থেকে বেরিয়ে যায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন।
এসএন