ওয়ার্কার্স পার্টির সঙ্গে বিএনপির বৈঠক বুধবার
সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবিাহিক সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপি। মঙ্গলবার ৩১ মে রাজধানীর তোপখানা রোড়ে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয়ে দুপুর ১২টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ঢাকাপ্রকাশ-কে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার (২৪ মে) রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে প্রথম বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত শুক্রবার (২৭ মে) বৃহত্তর আন্দোলন প্ল্যাটফর্ম গড়তে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে সংলাপ করেছে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার অংশ এসব বৈঠক করছে বিএনপি। এবং মঙ্গলবার (৩১ মে) গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
প্রসঙ্গত, সাত দলের গণতন্ত্র মঞ্চ নামে নতুন প্ল্যাটফর্মের আলাপ-আলোচনার মধ্যেই ওই মঞ্চের শরিকদলগুলোর সঙ্গে সংলাপ আলোচনায় বসতে শুরু করেছে বিএনপি।
এএজেড