ফের ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৭
ছাত্রদলের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ফের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় সংঘাতে জড়াল ছাত্রদল ও ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৬ মে) দুপুর পৌনে ১২টার পর দিকে ছাত্রদল মিছিল বের করার পর ছাত্রলীগ নেতা-কর্মীরা বাধা প্রদান করলে এ ঘটনা ঘটে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় দুই দলের সাতজন আহত হয়েছেন।
এই মুহূর্তে লাঠিসোটা নিয়ে দোয়েল চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান করছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। অপরদিকে এ ঘটনার পর ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে ফিরে যান।
এ বিষয়ে ছাত্রদলের সভাপতি শ্রাবণ বলেন, দোয়েল চত্বরে প্রবেশকালে আমাদের বাধা দেওয়া হয়। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের উপর হামলা করে। তবে ছাত্রলীগের হামলায় কোনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে ঘটনাস্থলে শাহবাগ থানার ডিউটিরত কর্মকর্তা মোঃ রাশেদুল বলেন, আমরা আসার পরে পরিবেশ কিছুটা শান্ত হয়েছে। পুলিশ আসার পরে ঘটনাস্থলে ছাত্রলীগ এবং ছাত্রদলের কাউকে পাইনি।
এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাস্থলে আমরা আসার আগেই দুই গ্রুপের সংঘর্ষ শেষ হয়ে যায়। এখনও কারো নামে মামলা হয়নি মামলা হলে সিদ্ধান্ত পরে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবারও (২৪ মে) দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হত্যার হুমকি নিয়ে রাজপথে আন্দোলন করছে ছাত্রদল। এরই অংশ হিসেবে গতকাল মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাসে ঢুকতে যান ছাত্রদল নেতা-কর্মীরা। এ সময় তাদের বাধা দেয় ছাত্রলীগ। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় ছাত্রদলের বেশ কিছু নেতকার্মী আহত হন।
এসআইএইচ