সাক্কুকে আজীবনের জন্য বহিষ্কার করল বিএনপি
দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কুকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে মনিরুল হক সাক্কুর সঙ্গে দলের নেতাকর্মীদের কোনো ধরণের যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হলো।
এ ছাড়াও কুসিক নির্বাচনে অপর মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও এর অঙ্গসংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ তারা দলীয় পদ থেকে অব্যাহতি চাইলে দল তাদেরকে বহিষ্কার করেছে। বিএনপির নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তকে উপেক্ষা করে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাক্কু ও কায়সার।
কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছাড়াও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। কিন্তু দলীয় বিভিন্ন কার্যক্রমে অংশ না নেওয়াসহ বিভিন্ন কারণে দলের কেন্দ্রীয় সদস্য পদ থেকে সাক্কুকে আগেই অব্যাহতি দেয় বিএনপি। এবার তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
এর আগে আজ বিকালে মনিরুল হক সাক্কুর পক্ষ থেকে তার ব্যক্তিগত সহকারী মো. কবির হোসেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে রাতেই তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
অন্যদিকে আজ দুপুরে নিজাম উদ্দিন কায়সার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা মহানগর শাখার সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এবার তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এসজি/