তেলের দাম বাড়ানোয় সরকারকে জরিমানা দিতে হবে: মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, খুচরা বিক্রেতারা ঈদের আগে বেশি দামে তেল বিক্রি করায় সরকার তাদের জরিমানা করেছে। অথচ তিন দিনের ব্যবধানে সরকারই দাম বৃদ্ধি করল। তাই এখন সরকারকে জরিমানা দিতে হবে।
শুক্রবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ সব কথা বলেন তিনি।
মান্না বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠাসহ সব ক্ষেত্রে এই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূল্য এখন মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ঈদের আগে সরকার অনেক নাটক করেছে। তারা ব্যবসায়ী সিন্ডিকেটের উপর দায় চাপানোর চেষ্টা করেছে। অথচ এই কথা সবাই জানে যে, এ সব সিন্ডিকেট তারাই চালায়। বেশি দামে সরবরাহ হওয়ায় বাজারের খুচরা বিক্রেতারা ঈদের আগে বেশি দামে তেল বিক্রি করায় সরকার তাদের জরিমানা করেছে। তিন দিনের ব্যবধানে এখন সরকারই দাম বৃদ্ধি করেছে। তাহলে এখন সরকারকে জরিমানা দিতে হবে। সরকারি দলের সাধারণ সম্পাদক বললেন, কুচক্রী মহল ষড়যন্ত্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে। একই দিন বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম বৃদ্ধির ঘোষণা করেছে। তার মানে বাণিজ্য মন্ত্রণালয় কি সেই ষড়যন্ত্রকারী কুচক্রী মহল? ’
হাজী সেলিমের বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া প্রসঙ্গে মান্না বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামি বলে খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যেতে পারেন না। আর ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিম নির্বিঘ্নে বিদেশে যান, আবার ফিরে আসেন। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আবার তার পক্ষে সাফাই গায়— তিনি নাকি আইন মেনে বিদেশে গিয়েছিলেন। আমি জানতে চাই, কি সেই আইন?’
বর্তমান অবৈধ ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘ভোট ডাকাত স্বৈরাচার সরকার জনগণের তোয়াক্কা করে না। তাই তারা যাচ্ছেতাই করে যাচ্ছে। এখন সময় সব বিরোধী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের। এই সরকারকে ক্ষমতায় রেখে ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই গণআন্দোলনের মাধ্যমে ভোট ডাকাত, স্বৈরাচার সরকারকে অপসারণ করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। সেই সরকার বর্তমান ক্ষমতাসীনদের ১৩ বছরের জঞ্জাল দূর করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।’
এমএইচ/আরএ/