সাজাপ্রাপ্ত হাজী সেলিম ‘গোপনে’ দেশ ছেড়েছেন
সাজাপ্রাপ্ত আসামি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিমানবন্দর হয়েই বিদেশে পাড়ি জমিয়েছেন। তিনি ১০ বছরের সাজা মাথায় নিয়ে ‘গোপনে’ দেশের বাইরে চলে গেছেন। আইনত সাজাপ্রাপ্ত আসামি এভাবে দেশ ত্যাগ করার বিধান নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এই সময়সীমার মধ্যেই আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য দেশ ছেড়েছেন।
তবে ঠিক কি কারণে তিনি দেশ ছেড়েছেন তা জানার জন্য তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কেউ ফোন রিসিভ করেননি।
হাজী সেলিমের দেশত্যাগের বিষয়টি ঢাকাপ্রকাশকে জানান তার এলাকারই আর একজন জনপ্রতিনিধি। নাম প্রকাশ না করার শর্তে ওই জনপ্রতিনিধি বলেন, যতটুকু জানি তিনি (হাজী সেলিম) দেশে নেই। আরও তিন দিন আগেই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়েছেন।
একজন সংসদ সদস্যের বিরুদ্ধে ১০ বছরের সাজা বহাল থাকার পর সংসদ সদস্য পদ থাকবে কিনা এ বিষয়ে জানার চেষ্টা করলে আইনজীবী মনজিল মোরসেদ ঢাকাপ্রকাশকে বলেন, ‘আইন অনুযায়ী সর্বোচ্চ রায় বা চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে, সে ক্ষেত্রে আপিল বিভাগে তিনি যদি আপিল করেন সেই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংসদ সদস্য পদ হারাবেন না, আমাদের দেশের সংবিধান তাই বলে।’
সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশের বাইরে যাওয়ার বিষয়টি নিয়ে আইনে ব্যাখ্যায় তিনি বলেন, আইনত সাজাপ্রাপ্ত আসামি সরকারি নির্দেশনা ছাড়া দেশ ত্যাগের সুযোগ নেই। আইনের শাসনের দুর্বলতার কারণেই বড় বড় যারা, তারা এভাবেই সবার চোখ ফাঁকি দিয়ে দেশের বাইরে চলে যান।
এসএম/আরএ/