সরকারের কারণেই দেশে তেলের সংকট : রিজভী
সরকারের কারণেই দেশে সয়াবিন তেলের সংকট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২ মে) শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আজকে যদি কোনো জবাবদিহিমূলক সরকার থাকত তাহলে এমনটা (সয়াবিনের তেল সংকট) হতো না। সরকারকে জবাবদিহি করতে হলে মার্কেট ইন্টারভেশন করত, সয়াবিন তেলের যারা সিন্ডিকেট করছে, যারা কালোবাজারি করছে তাদের গ্রেপ্তার করত। কিন্তু সেটা হচ্ছে না।'
রিজভী বলেন, 'মধ্য আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ত না। এটার অন্যতম কারণ হচ্ছে উন্নয়নের নামে যে টাকা পাচার হচ্ছে, ভয়াবহ মুদ্রাস্ফীতি। এ ভয়াবহ মুদ্রাস্ফীতির কারণে এ স্বল্প আয়ের মানুষ, শ্রমিকদের কোনো আয় বাড়েনি।'
ঈদযাত্রায় সাধারণ মানুষের দুর্ভোগে পোহাতে হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, ‘ঈদের ঘরমুখী মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। অত্যন্ত কষ্টে তাদের ঈদ পালন করতে হচ্ছে। এমনিতেই তো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যে অভিঘাত সেই অভিঘাতে ক্ষত-বিক্ষত এদেশের সাধারণ মানুষ।'
‘তার উপরে ঈদে মানুষ কেনা-কাটা করে, সন্তান-সন্ততিসহ আত্বীয়-স্বজনদের নতুন জামা-কাপড় দেয় সেই জামা-কাপড় কেনার উপায় ছিল নিম্ন, মধ্য আয় ও স্বল্প আয়ের মানুষের। শ্রমজীবী মানুষ কীভাবে ঈদ করছে আমরা জানি না। এরা তাদের সন্তান বা নিকট আত্বীয়দের ঈদ উপহার দিতে পেরেছেন এটা আমার জানা নেই।'
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেইন, শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের আবুল খায়ের খাজা, মুস্তাফিজুল করীম মজুমদার, মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে রিজভী শেরে বাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন।
এসএন