‘দেশবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে যেন না পারে : মেজর এম.এ. মান্নান
বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি দলের কর্মীদের নিবিড়ভাবে কর্মকান্ডে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশবিরোধী কোনো শক্তি যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’
মঙ্গলবার তাদের দল বিকল্পধারা বাংলাদেশের উদ্যোগে কুড়িল বিশ্বরাডের প্রগতি স্মরণীর কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার ও দোয়ার পর আয়োজিত আলোচনায় এই বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বরেণ্য শিল্প উদ্যোক্তা ও রাজনীতিবিদ।
দলের মহাসচিব ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.)এম. এ. মান্নান তার ‘গুরু’ বিকল্পধারার প্রতিষ্ঠাতা বাংলাদেশের বরেণ্য চিকিৎসক-বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা এবং পাঁচবারের মন্ত্রী অধ্যাপক ডা. এ. কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরীকে ‘রাজনীতির পরিচ্ছন্ন ব্যক্তিত্ব’ অভিহিত করেছেন।
তিনি আরো বলেছেন, ‘আমাদের সবাইকে যেকোনোভাবে বাংলাদেশের শান্তি ও শৃংখলা বজায় রাখতে হবে। নিজেদের জীবনেও বাস্তবায়ন করতে হবে।’
আলোচনায় আরো ছিলেন সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মহসিন চৌধুরী, যুগ্ম মহাসচিব এনায়েত কবির, পল্লী উন্নয়ন সম্পাদক শাহজাহান সিরাজ সবুজ, যুবধারা সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, জ্যেষ্ঠ সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব, শ্রমজীবীধারা সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিরাজদী খান থানা আহবায়ক শাহ আলম আলমাস, মহিলাধারা সভাপতি আয়েশা সিদ্দীকা দিতি, বিকল্পধারা বরিশাল আহ্বায়ক আবু হানিফ, সখীপুর উপজেলা আহ্বায়ক আবুল হাসেম দুর্জয়, কমলনগর উপজেলা আহ্বায়ক সিদ্দিকুল্লা, কুমিল্লা জেলা সমন্বয়কারী এবিএম হোসেন আহমদ সরকার, দলপ্রধান ও মহাসচিবের একান্ত সহকারী জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
ওএস।