খালেদা জিয়ার শারীরিক সমস্যা অত্যন্ত গভীরে: রুমিন ফারহানা
ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক সমস্যা অত্যন্ত গভীরে বলে জানিয়েছেন দলটির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
'মেডিকেল বোর্ডের মতে তার শারীরিক সমস্যা অত্যন্ত গভীরে...। তার কিডনি, লিভার হৃদযন্ত্র প্রত্যেকটা অঙ্গের মধ্যে সমস্যা প্রকট। তার ডায়বেটিকস নিয়ন্ত্রণে আসছে না। তার হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখা যাচ্ছে না। কিডনির ক্রিটিনিনের মাত্রা বর্ডার লাইন অতিক্রম করেছে,' তিনি বলেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে ‘বিরোধী দলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ পাসের আগে জনমত যাচাই এর প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
রুমিন ফারহানা বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমান একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। এবার জরুরীভাবে হাসপাতাল থেকে ২৬ তিন পর বাসা নেবার মাত্র ৬ দিনের মধ্যে তাকে আবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দুই দফা মেডিকেল বোর্ড বসেছে।
মেডিকেল বোর্ডের মতে তার শারীরিক সমস্যা অত্যন্ত গভীরে। তার কিডনি, লিভার হৃদযন্ত্র প্রত্যেকটা অঙ্গের মধ্যে সমস্যা প্রকট। তার ডায়বেটিকস নিয়ন্ত্রণে আসছে না। তার হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখা যাচ্ছে না। কিডনির ক্রিটিনিনের মাত্রা বর্ডার লাইন অতিক্রম করেছে। তিনি ক্রনিক কিডনি রোগে আক্রান্ত। লিভার সমস্যাতেও তিনি ভুগছেন।
তিনি বলেন, ক্যান্সারের আশঙ্কা থাকায় বায়োপসি পরীক্ষা করা হয়েছিল। 'ক্যান্সার মার্কার উত্তর উত্তর বাড়ছে যা তার স্বাস্থ্যের জন্য অত্যান্ত আশঙ্কা জনক। মিথ্যা অভিযোগে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে তা দেশের মানুষ জানে,' যোগ করেন তিনি।
এমএমএ/