পুলিশ শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে: রিজভী
পুলিশ বাহিনীর উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আপনাদের ভেতরে মানবতা নেই। আর মানবতা নেই বলেই আপনারা সব শক্তি দিয়ে শেখ হাসিনাকে টিকিয়ে রাখছেন। কারণ শেখ হাসিনা টিকে থাকলে তাদের সব অবৈধ কর্মকাণ্ড টিকে থাকবে। এই জন্যে শেখ হাসিনা জনগণকে তোয়াক্কা করে না। গণতন্ত্রকে তোয়াক্কা করে না। নির্বাচনকে তোয়াক্কা করে না। ভোট তোয়াক্কা করেন না। একমাত্র তোয়াক্কা করেন পুলিশ ও র্যাবকে। এই পরিস্থিতি চলতে পারে না। এই অন্যায় অবিচারের পতন হবেই।'
মঙ্গলবার (২৬ এপ্রিল) নয়া পল্টনে ভাসানী ভবনে জিয়া মঞ্চের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা এবং ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান এই তিনজনকে নেতা হিসেবে মানি এবং তাদের অনুসরণ করি। এই তিনজনেরই রাজনীতির মূল লক্ষ্য সেটা হল মানব কল্যাণ।
বিএনপির এই মুখপাত্র বলেন, আমরা এক বর্বর আদিম যুগে বাস করছি। নিউমার্কেটের ঘটনায় হেলমেট ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে অথচ মামলা দিল বিএনপি নেতাকর্মীদের নামে। সন্ত্রাস করছে ছাত্রলীগ আর মামলা দিচ্ছে বিএনপির নামে, কই পুলিশ বাহিনীর পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি দিতে দেখলাম না। কারণ আপনারা জনগনের পুলিশ ডিপার্টমেন্ট না। আপনারা শেখ হাসিনার ব্যক্তিগত লাঠিয়াল বাহিনী। একেবারে ব্যক্তিগত লাঠিয়াল বাহিনী বলেই আজকে এই আচরণ করছেন।
রিজভী বলেন, ওরা (আওয়ামী লীগ) কাপুরুষ। কলাবাগান মাঠে শিশুরা খেলাধুলা করবে। সেই মাঠ তারা রাখবে না। পুলিশ স্টেশনের স্থাপনা করবে। সেখানে একজন প্রটেক্ট করেছে বলে শিশুসহ মহিলাকে ধরে নিয়ে গেছে। কেন? বাহ! ঢাকা থেকে খেলার মাঠ,পানির লেক,পরিবেশ রক্ষা করার গাছ থাকবে না। আর মানুষ প্রতিবাদ করবে না। প্রতিবাদ করলে মা ছেলেকে থানায় আটকে রাখবে। সাংবাদিকরা ওসিকে জিজ্ঞেস করেছিল কি মামলা? ওসি উত্তর দিতে পারিনি।
বিএনপির এই নেতা বলেন, এই সরকারের সঙ্গে জনগণ নেই। এরা তো ভোটের ভিত্তিতে ক্ষমতায় নেই। এ সরকারের কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ সরকারকে ত্যাগ করেছে এটা সরকার ভাল করে জানে বলে এখন পুলিশের উপর নির্ভরশীল। তাই যত অনাচার-অবিচার করে সেখানে সরকারের কোনো দায় থাকে না বরং প্রশ্রয় দেয়।
এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএইচ/আরএ/