ঈদের আগে বিএনপিতে গ্রেপ্তার আতঙ্ক
রাজপথে সরকারবিরোধী কোনো কর্মসূচি না থাকলেও দেশব্যাপী প্রতিদিনই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, কোথাও কোথাও জামিন বাতিল করে কারাগারে পাঠানো হচ্ছে, নতুন নতুন মামলা করা হচ্ছে, যেন ঈদুল ফিতরকে টার্গেট করে নেতাকর্মীদের গ্রেপ্তারে এখন নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকাপ্রকাশকে বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশে বিএনপির সক্রিয় নেতাকর্মীদের টার্গেট করে নতুন নতুন মামলা দিচ্ছে। নেতাকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টির লক্ষ্যে এ সব করছে। কারণ অতীতে আন্দোলন বা কোনো ইস্যুতে রাজপথে সক্রিয় থাকাকালেই নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তার করা হতো। কিন্তু বিএনপি এখন কোনো আন্দোলনে রাজপথে সক্রিয় নয়। তারপরও সম্প্রতি রাজধানীর নিউমার্কেট ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়, সংঘর্ষে দুইজন মৃত্যুবরণ করেছে আর পুলিশ বাদী হয়ে মামলা করেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা৷ মামলার অনেকগুলোর আসামি আবার অজ্ঞাত ৷ মানে চাইলে যে কাউকেই সেসব মামলায় গ্রেপ্তার করা যেতে পারে৷'
তিনি বলেন, ‘বিএনপি যখন দল গোছানোর কাজ সম্পন্ন করতে এবং আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করেছে- ঠিক সেই মুহূর্তে নেতাকর্মীদের আবারও মামলার জালে আটকানোর জন্য সরকার পরিকল্পিতভাবে এগুচ্ছে। নিউমার্কেট সংঘর্ষের মামলায় বিএনপিকে জড়ানোর কৌশল হিসেবে অসংখ্য অজ্ঞাত আসামি করা হয়েছে। ফলে যাদের নামে মামলা নেই তাদেরও আটক করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর সুযোগ থাকছে। কয়েকদিন পর ঈদ অথচ আমরা নেতাকর্মীরা অনেকেই সরকারের মিথ্যা ও গায়েবি মামলায় গ্রেপ্তার আতঙ্কে বাসায় থাকতে পারছি না। মূলত নিরপেক্ষ সরকারের দাবিতে যাতে আমরা রাজপথে নামতে না পারি সেজন্য আগাম আতঙ্ক তৈরি করা হচ্ছে। কিন্তু এসব মামলা-গ্রেপ্তার করে শেষ রক্ষা পাবে না।’
খোঁজ নিয়ে জানা যায়, রাজনৈতিক দলগুলোর মধ্যেও নেই কোনো দ্বন্দ্ব-সংঘাত। সরকারবিরোধী দল বিএনপির যেসব নেতার বিরুদ্ধে মামলা রয়েছে, তারাও বেশিরভাগ মামলায় জামিনে মুক্ত। এরপরও এই মুহূর্তে দলটির অধিকাংশ নেতা মনে করছেন, ঈদের সময় পুরনো মামলার জামিন বাতিলের শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা। সবমিলিয়ে ঈদুল ফিতর আমেজের অনুভূতির পাশাপাশি মামলা-গ্রেপ্তারের শঙ্কা নিয়ে থাকতে হচ্ছে বিএনপি নেতাকর্মীদের।
সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করলেই নানা ধরনের বানোয়াট মামলা দিয়ে গ্রেপ্তার করা হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মামলা দিয়ে নেতাকর্মীদের দমাতে সরকার পুরনো খেলায় মেতে উঠেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, মামলা, গ্রেপ্তার, গুম, খুন, হত্যা এই সরকারের প্রধান অস্ত্র। যা দিয়ে বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করছে এবং সরকার পূর্বের মতোই মামলার বেড়াজালে বিএনপির নেতাকর্মীদের বন্দি করার চক্রান্ত করছে। যার প্রমাণ নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদেন মধ্যে সংঘর্ষের ঘটনায় হেলমেটধারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার ও প্রায় ২৪ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার নাম উল্লেখ করে প্রায় ১২শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে সোমবার ২৫ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ হাজারীবাগ থানা বিএনপি নেতা নুরুল হক আরজু, কদমতলী থানা বিএনপি নেতা রবিউল ইসলাম দিপু ও ৩৭ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
এমএইচ/আরএ/