সন্ত্রাসীদের আড়াল করতেই মকবুল গ্রেপ্তার: মির্জা ফখরুল
নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করার তীব্র সমালোচনা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতার না করে বিএনপি নেতাকে গ্রেপ্তার ও ২৪ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার নাম উল্লেখ করে প্রায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করায় বিএনপি তীব্র প্রতিবাদ ও প্রকাশ করছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি মনে করে, এই অবৈধ সরকার পুনরায় তাদের পুরনো খেলায় মেতে উঠেছে। টানা দুই দিন সংঘর্ষ বন্ধ করতে না পারায় পুলিশের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে জনগণ দায়ী করছে, সেই সময় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে নিরপরাধ বিএনপি নেতা মকবুলকে গ্রেপ্তার ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করে পুলিশ নিজেদের ব্যর্থতা ও আওয়ামী সন্ত্রাসীদের আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে।’
জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য সরকার উদ্দেশ্যমূলকভাবেই নিউমার্কেটে ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের ঘটনায় বিএনপিকে জড়াচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
শনিবার ২৩ এপ্রিল গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘নিউমার্কেটের সন্ত্রাসী সংঘর্ষ পুলিশের ভূমিকা এবং পরবর্তীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও মামলা দায়ের আবারও প্রমাণ করল আওয়ামী লীগ সরকার ভয় দেখিয়ে নির্যাতন করে হত্যা করে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়।’
তিনি আরও বলেন, ‘টানা দুই দিন নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুজন নিহত ও সাংবাদিকসহ অনেকে আহত হওয়ার ঘটনায় বিএনপির গভীরভাবে উদ্বিগ্ন ও বিক্ষুব্ধ। এই ঘটনা প্রমাণ করেছে যে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। পুলিশের উপস্থিতির মধ্যে ভয়াবহ হামলা পাল্টা হামলা মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হেলমেট পরিহিত সন্ত্রাসী পিটিয়ে মানুষ মারছে অথচ পুলিশের নিষ্ক্রিয়তা জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে।’
এমএইচ/এসএ/