মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

নিবন্ধনের জন্য প্রস্তুত গণঅধিকার পরিষদ

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন নেওয়ার জন্য প্রস্তুত গণঅধিকার পরিষদ। এই ঈদের পরেই আবেদন করবে তারা। কোটা বিরোধী আন্দোলনের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি নুরুল হক নুর ও আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে গঠিত নতুন এই দলটি ২০২১ সালের ২৬ অক্টোবর আত্মপ্রকাশ ঘটিয়েছে। নিত্য পণ্যের দাম বৃদ্ধিসহ নানা ইস্যুতে গণঅধিকার পরিষদের ব্যানারে বেশ কিছু কর্মসূচিও করেছে। দল হিসেবে আত্মপ্রকাশ করলেও নির্বাচনী মাঠে খেলার যোগ্যতা অর্জন করেনি দলটি। নির্বাচনে অংশগ্রহণ করার অন্যতম প্রধান শর্ত হচ্ছে রাজনৈতিক দলটির নিবন্ধন থাকতে হবে।

সেই নিবন্ধনের পথেই হাঁটছে দলটি। ঈদুল ফিতরের পর বর্তমান নির্বাচন কমিশনের নিকট গণঅধিকার পরিষদ নিবন্ধন চাইবে বলে জানা গেছে। সে লক্ষ্যে সাংগঠিনক কার্যক্রম শুরু করেছে দলের নেতারা। নিবন্ধন পাওয়ার শর্তগুলো পরিপূর্ণভাবে ঠিক করেই নিবন্ধন চাইবে দলটি। নিবন্ধন চাওয়ার ক্ষেত্রে কোন ফাঁক ফোকার রাখতে চায় না। তবে এখন পর্যন্ত তাদের পূর্ণাঙ্গ কমিটি ও জেলা কমিটি কোনটিই গঠন হয়নি। সব কিছু প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।

নিবন্ধনের বিষয়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমরা ঈদের পরই নিবন্ধন চাইব। তার আগেই নিবন্ধনের সবগুলো শর্ত পূরণ করা হবে। আমরা এমন কোন ফাঁক ফোকর রাখতে চাই না যেন নির্বাচন কমিশন ঠুনকো ইস্যুতে নিবন্ধন ঝুলিয়ে দেয়।'

নুরুলহক নুর বলেন, এক সঙ্গেই ১০-১৫ টা কমিটি যেন পরপর দিতে পারি সে কারণে আমাদের প্রায় ৮টি কমিটি প্রস্তুত আছে, কিন্তু আমরা প্রকাশ করিনি এখনও। আমাদের বর্তমান যে প্রস্তুতি তাতে আমরা চাইলে মাস খানেকের ভেতরে ২২টি জেলা কমিটি দিয়ে দিতে পারি। তবে সামগ্রীকভাবে আমরা ঈদের পর অফিসিয়াল কার্যক্রম শুরু হলে নির্বাচন কমিশনে আবেদন করব সেক্ষেত্রে বেসিক শর্তগুলো ২২ জেলায় কমিটি থাকা দরকার ২০০ করে মেম্বর ১০০ উপজেলা কমিটি সেটা নিয়ে আমরা কাজ করছি। আশা করি ঈদের পর আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারব।

হঠাৎ করেই গণঅধিকার পরিষদ রাজনীতির মাঠে নিরব হয়ে গেল কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় দলগুলো মাঠে সেভাবে সক্রিয় না। আমরা কেন আগে আগে শক্তি ক্ষয় করব? আগে দলে নিবন্ধন হোক এরপর মাঠে সক্রিয় হব।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হবে:

আবেদনের সঙ্গে প্রত্যেক রাজনৈতিক দলকে উক্ত দলের সাধারণ সম্পাদক কর্তৃক সত্যায়িত যেসকল দলিলাদি সংযুক্ত করতে হবে তা হল- দলের গঠনতন্ত্র, দলের নির্বাচনী ইশতেহার যদি থাকে, দলের বিধিমালা যদি থাকে, দলের লোগো এবং পতাকার ছবি, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্যদের পদবীসহ নামের তালিকা, দলের নামে রক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের নাম এবং উক্ত একাউন্টে সর্বশেষ স্থিতি, দলের তহবিলের উৎসের বিবরণ, দলের নিবন্ধনের আবেদন করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অনুকূলে প্রদত্ত ক্ষমতাপত্র, নিবন্ধন ফি বাবদ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের বরাবর জমাকৃত অফেরতযোগ্য টাকার ট্রেজারি চালানের কপি এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হতে আবেদন দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যে কোন একটিতে দলীয় প্রতীকে কমপক্ষে একটি আসন লাভের সমর্থনে প্রমাণক দলিল অথবা বাংলাদেশ স্বাধীন হবার পর হতে আবেদন দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচন যেকোন একটিতে দরখাস্তকারী দল নির্বাচনে অংশগ্রহণ কৃত নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোট সংখ্যা শতকরা ৫ ভাগ ভোট লাভের সমর্থনে কমিশন তদন্তকৃত ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়ন পত্র অথবা দলের কেন্দ্রীয় কমিটিরসহ যে নামেই অভিহিত হোক না কেন একটি সক্রিয় কেন্দ্রীয় দপ্তর, এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তর এবং নুন্যতম ১০২ উপজেলা বা ক্ষেত্রমতে মেট্রোপলিটন থানা কার্যকর এবং উপজেলায় ক্ষেত্রমতে থানায় ভোটার সদস্য হিসেবে তালিকাভুক্ত থাকার সমর্থনে প্রামানিক দলিল।

প্রত্যেক রাজনৈতিক দলকে নিবন্ধন ফি বাবদ ৫ হাজার টাকা অফেরতযোগ্য সচিব নির্বাচন কমিশন সচিবালয় এর অনুকূলে ট্রেজারি চালানের মাধ্যমে প্রদান করতে হবে। আবেদন করার পর নির্বাচন কমিশন সব যাচাই বাছাই করে তাদের কাছে যদি প্রতিয়মান হয় জমা দেওয়া সকল তথ্য উপাত্ত সঠিক তাহলে তারা মনে করলে নিবন্ধন দিতে পারবে। তবে নিবন্ধন দেওয়ার আগে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার বিধান রয়েছে। সেখানে কেউ আপত্তি করলে দুই পক্ষের মুখোমুখি যুক্তি তুলে ধরার সুযোগ থাকবে।

এসএম/এএস

Header Ad
Header Ad

পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ মশাল মিছিল

ছবিঃ ঢাকাপ্রকাশ

সস্প্রতি ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতৃক গৃহিত সিদ্ধান্তের প্রতিবাদ এবং ম্যাটস শিক্ষার্থীদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে ও পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে টাঙ্গাইল মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। 

গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ চত্বর থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে এই মশাল মিছিল নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মেডিকেলে ম্যাটস শিক্ষার্থীদের চিকিৎসক পদবী ব্যবহার নিয়ে আন্দোলন সংগ্রাম করে এলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। মেডিকেলের শিক্ষার্থীরা অনেক কষ্ট করে পড়াশোনা করে, কিন্তু এসএসসি পাস করে ম্যাটসের শিক্ষার্থীরা চিকিৎসক সেজে বসে রয়েছে। এসব নৈরাজ্য বন্ধ করতে হবে।

বিক্ষোভকারীরা আরও বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যা সমাধানে একটি যৌক্তিক ও মৌলিক পরিবর্তন প্রয়োজন। এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেওয়া বন্ধসহ ৫ দফা দাবি স্বাস্থ্যখাতে একটি বিপ্লব ঘটাতে পারে। এই দাবিগুলো বাস্তবায়িত হলে একদিকে যেমন স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা ও অনিশ্চয়তা দূর হবে, ঠিক তেমনি রোগী ও সাধারণ মানুষ উপকৃত হবে। তাই সারা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোর সঙ্গে একমত হয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা মশাল মিছিল নিয়ে বিক্ষোভ করেছে।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি গুলো হচ্ছে-
১। এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ চিকিৎসক লিখতে পারবে না। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। বিএমডিসি নিবন্ধন শুধু এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে হাসিনা সরকার ম্যাটসদের (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া শুরু করেছে। এই ম্যাটসদের বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।

২। উন্নত বিশ্বের চিকিৎসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওভার দ্যা কাউন্টার বা ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস বা বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরের ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরের কোনো ওষুধ বিক্রি করতে পারবে না।

৩। স্বাস্থ্যখাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সব শূন্য পদ পূরণ করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে আগের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে। প্রতি বছর ৪ থেকে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখতে হবে এবং চিকিৎসকদের বিসিএসে বয়সসীমা ৩৪ বছর করতে হবে।

৪। সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। ইতিমধ্যে পাস করা ম্যাটস শিক্ষার্থীদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) পদবী রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে।

৫। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

Header Ad
Header Ad

শেখ হাসিনার নেতৃত্বে দুইদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চলে: মির্জা ফখরুল  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে দুইদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়। এমন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানীতে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা জানান তিনি।

ফখরুল বলেন, এ দিনটি সেনাবাহিনীর জন্য কালো দিন। সেনাবাহিনীর শত্রুরা সেদিন ৫৭ জন চৌকস সেনাকে হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করে দেয়া।

তিনি বলেন, এ দিনটাকে জাতীয় দিবস করায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই। নিহত সেনা সদস্যদের স্বজনদের প্রতি সমবেদনা জানাই।

Header Ad
Header Ad

৩০০ বলের মধ্যে ১৮১ ডট খেলার ব্যাখ্যা দিলেন শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবিঃ সংগৃহীত

৩০০ বলের মধ্যে ১৮১টি বল ডট দেয় বাংলাদেশ। অর্থাৎ, অর্ধেকেরও বেশি বল ডট গেছে। ১১৯ বলে ২৩৬ রান তুলেছে নাজমুল হোসেন শান্তর দল। রান তো করতেই পারেননি, অহেতুক শটে দলের বিপদ বাড়িয়েছেন দুই অভিজ্ঞ মুশফিক ও মাহমুদউল্লাহ।

'এ' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরে নিজেদের পাশাপাশি পাকিস্তানের বিদায়টাও নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তরা। হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন এলোমেলো ক্রিকেটের কথা।

শান্ত বলেন, ‘আমরা সিরিজ জিতলেও বেশির ভাগ সময় ঘরের মাঠে জিতি। দেশের বাইরে সিরিজ কমই জেতা হয়। আইসিসি ইভেন্টেও একই অবস্থা। একদিন বোলিং ভালো হয় না, আরেক দিন ব্যাটিং খারাপ হয়, আরেক দিন ফিল্ডিং খারাপ হয়। কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়। আমাদের এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সম্মিলিতভাবে ভালো করার উপায় বের করতে হবে।’

২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতা। কারণ, দুই দলের কারও সামনেই সুযোগ নেই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলার।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ মশাল মিছিল
শেখ হাসিনার নেতৃত্বে দুইদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চলে: মির্জা ফখরুল  
৩০০ বলের মধ্যে ১৮১ ডট খেলার ব্যাখ্যা দিলেন শান্ত
২০০৭ সালে চাকরিচ্যুত ৮৫ নির্বাচন কর্মকর্তার চাকরি ফেরত দেওয়ার নির্দেশ  
সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ তিন বাহিনীর প্রধানরা  
বাংলাদেশ ক্রিকেট খুব শীঘ্রই জিম্বাবুয়ের স্তরে নেমে আসবে: দিনেশ কার্তিক  
৪০ থেকে ৭০ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান  
ওয়াশিংটনে পেন্টাগন প্রধান ও সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ  
চুয়াডাঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন 
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই  
যুবদল নেতার বাড়িতে বোমা হামলা-অগ্নিসংযোগ, আহত ১  
ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা-ওড়িশায় ভূমিকম্প, অনুভূত হলো ঢাকাতেও
নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না হলে ঈদের পরে আন্দোলন: বিএনপি নেতা হারুন
জেল থেকে পালালেন আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ফাইয়াজের দাবি
তরুণদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে শুক্রবার
বিভেদের সুযোগ নিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না: তারেক রহমান
সাজেক ইকো ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটন নিষেধাজ্ঞা
রোজা সামনে রেখে খেজুরের দাম কমেছে ৪০ শতাংশ!
সন্ধ্যার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা