বিএনপির বক্তব্য জার্মান রাষ্ট্রদূত ‘মিস কোট’ করেছেন: ফখরুল
বিএনপির বক্তব্য জার্মান রাষ্ট্রদূত ‘মিস কোট’ করেছেন বলে দাবি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
তিনি বলেন, জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রস্টার যে কথাগুলো বলছেন এ কথাগুলো সঠিক বলেননি। কারণ আমাদের যিনি বক্তব্য রেখেছেন তিনি তাকে কোট করে কোনো কথা বলেননি। তিনি যে জেনারেল কথা বলেছেন, তিনি সেটা মিস কোট করেছেন।
‘কয়েকটি রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্য থেকে প্রমাণিত হয়, অবৈধ প্রধানমন্ত্রী এবং অবৈধ সরকার দেশ পরিচালনা করতে, দেশকে সুষ্ঠু জায়গায় নিয়ে আসতে, দেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
গত ১৭ মার্চ বিএনপির সঙ্গে সৌজন্য বৈঠক করেন জার্মান রাষ্ট্রদূত। বৈঠক-পরবর্তী বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে দলটির একজন শীর্ষসারির নেতা সাংবাদিকদের বলেছিলেন, দেশের নির্বাচন, মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।
পরবর্তী সময়ে বৈঠকে বিএনপির সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি জানিয়ে বিএনপির বক্তব্য সঠিক ছিল না দাবি করে অসন্তুষ্টি জানান জার্মান রাষ্ট্রদূত।
গতকাল বুধবার (২০ এপ্রিল) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূতের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, বিএনপির কোন মন্তব্যে তিনি অখুশি।
জবাবে ট্রস্টার বলেন, আমাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, আমি বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। এটি সত্য নয়। বিএনপি আমাকে ‘মিস কোট’ করেছে।
এরই পরিপ্রেক্ষিতে পাল্টা ‘মিস কোট’র অভিযোগ এনে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, জার্মানির রাষ্ট্রদূত আচিন ট্রস্টার যে কথাগুলো বলছেন সেগুলো সঠিক নয়। কারণ, আমাদের দলের যিনি বক্তব্য রেখেছেন তিনি তাকে (ট্রস্টারকে) কোট করে কোনো কথা বলেননি। বরং তিনিই বিএনপির বক্তব্য ‘মিস কোট’ করেছেন।
আরএ/