জাতীয় পার্টির সঙ্গে পিটার হাসের বৈঠক, যা জানা গেল
ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপির সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার বেলা ৩টার দিকে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে এই বৈঠক শুরু হয়েছে।
বৈঠক নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র একটি চিঠি হস্তান্তর করার জন্যে মার্কিন পিটার আমাদের কার্যালয়ে এসেছিলেন। চিঠিটা আমাদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছেন। এই চিঠি শুধু আমাদের না, সেইম চিঠি আরও তিনটি দলকে দেওয়া হয়েছে।
তিনি বলেন, চিঠিটা খুবই সংক্ষিপ্ত, এতে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে আজ সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে পিটার হাস জাতীয়র পার্টির বনানীর কার্যালয়ে যান। সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।