৩৩ বছরে ক্ষমতাসীন কোনো দল মানুষের কথা ভাবেনি: চুন্নু

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ১৯৯০ সালের পর থেকে দেশের দুটি রাজনৈতিক দল পর্যায়ক্রমে রাষ্ট্রক্ষমতায় এসেছে, কিন্তু তারা কেউ দেশের মানুষের কথা ভাবেনি। উন্নয়নের কথা ভাবেনি। তারা কেবল নিজেদের কথা ভেবেছে, দলের নেতা-কর্মীদের কথা ভেবেছে। এই দুই দলের প্রতি মানুষের এখন আর কোনো আস্থা নেই।
তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ বারবার উন্নয়নের কথা বললেও দেশে পরিকল্পিত কোনো উন্নয়ন হচ্ছে না। উন্নয়নের নামে বড় বড় প্রকল্প দেওয়া হচ্ছে। আর বড় প্রকল্প মানেই, বড় কমিশন। এই পরিকল্পনাহীন উন্নয়নের দরকার নাই, আগে দেশের মানুষকে বাঁচান।
শনিবার (১৩ মে) কুমিল্লা টাউন হলে কুমিল্লা মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে কারও সঙ্গে জোট করার চিন্তা জাতীয় পার্টির নেই। আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে চাই। জাতীয় পার্টি মানুষের কল্যাণে রাজনীতি করে। মানুষের চাওয়া পাওয়ার বিষয়টি মাথায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেব।
আওয়ামী লীগ ও বিএনপিকে উদ্দেশ্য করে চুন্নু বলেন, এ দুটি দল ক্ষমতায় থাকলে এক কথা বলে আর ক্ষমতা থেকে সরে গেলে আরেক কথা বলে। গত ৩৩ বছরেও নির্বাচন প্রক্রিয়ায় ঐক্যমতে আসতে পারেনি। তারা বিরোধী দলে থাকলে তত্ত্বাবধায়ক সিস্টেমের জন্য আন্দোলন করে, আবার ক্ষমতায় গেলে সংবিধানের দোহাই দিয়ে কেয়ারটেকার বাদ দিতে চায়। সত্যিকার অর্থে তারা দুই দলই ক্ষমতার চিন্তা করে। জনগণ নিয়ে ভাবে না। আসল কথা হলো- আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না।
জাতীয় পার্টি কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক রওশন আরা মান্নানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি এয়ার আহমেদ সেলিম, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লুৎফুর রেজা খোকন, যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য আমির হোসেন ভূইয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, অ্যাডভোকেট ইউসুফ আজগর, মাখন সরকার, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবীর মোহন, সহসভাপতি ড. ইরফান বিন তোরাব আলী, কুমিল্লা মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম, সদস্য সচিব কাজী নজমুল, দক্ষিণ জেলা যুব সংহতির সভাপতি নজরুল ইসলাম বাবর, জেলা ছাত্র সমাজের সহ সভাপতি মিজানুর রহমান, ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি বাদল বড়ুয়া। পবিত্র কোরআন তেলোয়াত করেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা পার্টির সভাপতি মাওলানা ইয়াসিন নূরি।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের শেষ পর্যায়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু কুমিল্লা মহানগর জাতীয় পার্টির কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি পদে রওশন আরা মান্নান, সিনিয়র সহসভাপতি পদে মাহবুবুল আলম সেলিম এবং সাধারণ সম্পাদক পদে কাজী নজমুলের নাম প্রস্তাব পেয়েছেন বলে জানান। পরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে আলোচনা করে কমিটি ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন তিনি।
এসজি
