দেশ ও দেশের মানুষের ভাগ্যের প্রকৃত উন্নয়ন চাই: জিএম কাদের
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
মহাখুশির ঈদুল ফিতরে তিনি বিশ্ব মুসলিম জাতির প্রতিও অভিনন্দন জানান। এ উপলক্ষে মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনাও করেন তিনি।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘শেষ হলো বরকতময় রমজান। সিয়াম সাধনার ত্যাগ ও সংযম এর শিক্ষা সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটাতে হবে। ইসলামের শিক্ষায় সকল ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নিতে হবে। জোড়ালো করতে হবে ভ্রাতৃত্ববোধ।
আমরা যেনো দেশ ও দেশের মানুষের ভাগ্যের প্রকৃত উন্নয়নে অবদান রাখতে সমর্থ হই। তিনি মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা যেনো দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হয়। রহমত, মাগফিরাত ও নাজাতের মাহে রমজান এর ফজিলতে মহান আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে নিরাপদ করেন। সবার জন্য কল্যাণময় আগামী প্রত্যাশা করেছেন তিনি।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ঈদুল ফিতর এর দিন সকাল ৮টায় উত্তরার ৭ নম্বর সেক্টর জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং জাতির উদ্দেশে ঈদ শুভেচ্ছা জানাবেন।
জাতীয় পার্টি সিনিয়র কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের সাদেকনগরের আহসানউল্লাহ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। পরে আত্মীয়-স্বজন এবং জাতীয় পার্টি নেতা-কর্মীদের সঙ্গে দিনভর ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
জাতীয় পার্টি কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিজ বাড়িতে আবদুল করিম হাওলাদার জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। পরে তিনি বাড়িতে আত্মীয়-স্বজন ও জাতীয় পার্টি নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুরে পটুয়াখালী শহরে এবং বিকেলে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় পার্টি নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন জাতীয় পার্টি কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ রাজধানীর ধূপখোলা মাঠে ঈদের নামাজ আদায় করবেন। বেলা ১১টায় বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান এর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর নিজ নির্বাচনী এলাকা ঢাকা-০৬ আসনের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন কাজী ফিরোজ রশীদ।
জাতীয় পার্টি কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে ঈদ উদযাপন করবেন। জ্যাকসন হাইটসে ঈদের জামায়াতে অংশ নেবেন তিনি। পরে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি এবং জাতীয় পার্টি নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন সৈয়দ আবু হোসেন বাবলা।
জাতীয় পার্টি কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম ঈদের দিন বেলা ১১টায় বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান ও নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। পরে নিজ বাসভবনে আত্মীয় পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। ঈদের পরের দিন তিনি ঢাকার বিক্রমপুর এবং পরের দিন নবাবগঞ্জে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন অ্যাডভোকেট সালমা ইসলাম।
জাতীয় পার্টি মহাসচিব মো মুজিবুল হক চুন্নু পরিবারের সদস্যদের সঙ্গে কানাডায় ঈদ করবেন।
এমএইচ/এমএমএ/