‘সিটি নির্বাচন দেখেই জাতীয় নির্বাচনের কৌশল ঠিক করবে জাতীয় পার্টি’
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিনকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে কো-চেয়ারম্যানদের বৈঠক শেষে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, সিটি করপোরেশনের নির্বাচন দেখেই জাতীয় নির্বাচনের কৌশল ঠিক করবে জাতীয় পার্টি। নির্বাচন কমিশন যদি সিটি করপোরেশন নির্বাচনগুলো নিরপেক্ষ করতে না পারে, মানুষের ভোটাধিকার যদি নিশ্চিত না হয়, তবে আগামী জাতীয় নির্বাচনে আমরা যাব কি যাব না তা সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আশা করছি, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করবে।
তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনই ইঙ্গিত করবে জাতীয় নির্বাচন কেমন হবে। জাতীয় নির্বাচন হচ্ছে ক্ষমতার পালাবদলের নির্বাচন। দেশের সাধারণ মানুষের প্রত্যাশা আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক হয়।
মুজিবুল হক চুন্নু বলেন, গত স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আসেনি, জাতীয় পার্টি নির্বাচনের মাঠে ছিল। এমন বাস্তবতায়ও জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের উপর অবর্ণনীয় আচরণ ও জোরজবরদস্তি করেছে সরকার সমর্থকরা। আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাইরে থেকে করুণ পরিণতির মুখোমুখি হয়েছিল আবার ১৪ বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপির অবস্থা আরও নাজুক। আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে না পারলে বিএনপি যেন মুসলিম লীগে পরিণত হবে। কিন্তু জাতীয় পার্টি ৩৪ বছর ক্ষমতার বাইরে থেকেও রাজনীতির মাঠে টিকে আছে।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সবাইকে এগিয়ে আসতে হবে। বিরোধিতার জন্য বিরোধিতা পরিহারের সময় এসেছে আবার সবার অংশগ্রহণ নিশ্চিতে সরকারকেও আন্তরিক হতে হবে। স্বাধীনতার পঞ্চাশ বছর পরে রাজনীতিতে ভুল করার অবকাশ নেই। দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের প্রতিটি ক্ষেত্রে অসামান্য উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। উপজেলা পরিষদ ব্যবস্থা প্রচলন করে হুসেইন মুহম্মদ এরশাদ ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে আছেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা এমএম নিয়াজ উদ্দিন, খলিলুর রহমান খলিল, যুগ্ম মহাসচিব মঞ্জুর হোসেন মঞ্জু, দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম দপ্তর সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় নেতা রেজাউল করিম, সোহেল রহমান, জাকির হোসেন প্রমুখ।
এমএইচ/এসজি