দুস্থদের মাঝে জাপা উপদেষ্টা সাজ্জাদ রশিদের সহায়তা
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমনের পক্ষ থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২৬টি পরিবারে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একইসঙ্গে ফরিদগঞ্জের ৮টি মসজিদে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৫০০টি পরিবারে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) এসব উপহার সামগ্রী বিতরণ করেন সাজ্জাদ রশিদ সুমন। তিনি জানান, ফরিদগঞ্জের ৬, ৭ ও ১৫নং ইউনিয়নের ৪টি মসজিদের উন্নয়নে সাহায্য প্রদান এবং ২৬টি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে নিম্নবিত্ত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। শেখ সাজ্জাদ রশিদ সুমন প্রায় সহস্রাধিক মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। এরপর তিনি উপজেলার বেশ কয়েকটি মসজিদের উন্নয়নকল্পে আর্থিক অনুদান দেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাজন শেখ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, রামদাসের বাগ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ শেখ, বাবলু শেখ প্রমুখ।
শেখ সাজ্জাদ রশিদ সুমন বলেন, আমি দীর্ঘসময় ধরেই বিভিন্ন প্রয়োজনে ফরিদগঞ্জবাসীর পাশে থাকার চেষ্টা করে আসছি। আশরাফুল মাখলুকাত হিসেবে আত্মদায়বদ্ধতা থেকেই ধর্মীয় এবং সামাজিক কল্যাণমুখী কাজে লিপ্ত থাকতে হয়। এই দুর্মূল্যের বাজারে আসন্ন রমজানে নিম্নবিত্ত মানুষের দুর্ভোগ লাঘবে সাধ্যানুসারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আপনারা আমার এবং জাতীয় পার্টির চেয়ারম্যানসহ নেতাদের জন্য দোয়া করবেন। আমাদের পাশে থাকবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি কার্যকর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। তিনি আগামী নির্বাচনে চাঁদপুর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য এলাকায় ব্যাপক কর্মকাণ্ড চালাচ্ছেন।
উল্লেখ্য, সাজ্জাদ রশিদ সুমন করোনা মহামারিকালীন চাঁদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডক্টর সেইফটি চেম্বার, এসি, অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন। এলাকার সাধারণ মানুষের মাঝে খাদ্য, শীতবস্ত্র, গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করেছেন। মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, রাস্তা নির্মাণ এবং বেকারত্ব নিরসনে ভূমিকা রেখে আসছেন।
এমএইচ/এসজি