বিচারহীনতায় সন্ত্রাস বেড়ে যায়: রুহুল আমিন হাওলাদার
বিচারহীনতায় সন্ত্রাস বেড়ে যায় বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।
তিনি বলেন, ‘জাতীয় পার্টির নেতা সফিকুল ইসলামের উপর হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রতিটি সন্ত্রাসী হামলার বিচার করতে হবে।’
রবিবার (২ অক্টোবর) সন্ত্রাসীদের হামলায় পা বিচ্ছিন্ন হওয়া পিরোজপুরের জাতীয় পার্টি নেতা সফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে জাতীয় পার্টি কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এ কথা বলেন।
তিনি বলেন, ‘সফিকুল ইসলামের উপর লোমহর্ষক হামলা মেনে নেয়া যায় না। এমন বর্বর হামলায় মানুষের মৃত্যু ঘটে, একটি পরিবার অসহায় হয়ে পড়ে। স্ত্রী-সন্তানের কান্নার রোল ওঠে। তাই হামলাকারীদের আইনের আওতায় আনতেই হবে।’
এ সময় চিকিৎসাধীন সফিকুল ইসলামকে নগদ অর্থ সহায়তা দেন তিনি। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে সফিকুল ইসলামের চিকিৎসার খোঁজ নেন জাতীয় পার্টি নেতারা।
এ সময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু প্রেসিডিয়াম সদস্য সফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা এমএ কুদ্দুস খান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
এসএম/এমএমএ/