জাতীয় পার্টির আয় বেশি

জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) ২০২১ সালে আয় করেছে ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা। একই সময়ে দলটি ব্যয় করেছে ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। অর্থাৎ ব্যয়ের চেয়ে আয় ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা বেশি।
রবিবার (৩১ জুলাই) জাপার অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল করিম ভূঁইয়া নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে আয়-ব্যয়ের এই হিসাব জমা দেন। যদিও দলটির আয় ও ব্যয়ের খাত প্রতিবেদনে উল্লেখ ছিল না।
রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, ক্ষমতাশীন আওয়ামী লীগের পর বিরোধী দল জাতীয় পার্টি ২০২১ সালে ব্যয়ের চেয়ে আয় বেশি করেছে।
তিনি জানান, গত বছর ব্যাংকে জমাসহ দলটির আয় ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা। একই সময়ে দলটি ব্যয় করেছে ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। বছর শেষে দলটির স্থিতির পরিমাণ ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা।
কেএম/এমএমএ/
