ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের ঐক্য ধরে রাখতে হবে: মাওলানা মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলোর ঐক্য অত্যাবশ্যক। তিনি মন্তব্য করেন, বিএনপি ও জামায়াতের ভূমিকার কারণে এই ঐক্য ব্যাহত হলে তাদের জাতির কাছে জবাবদিহি করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের ঐক্য অটুট রাখা আমাদের দায়িত্ব।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাওলানা মামুনুল হক। তিনি আরও বলেন, "আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যা আল্লাহর দিনকে বিজয়ী করবে। এই সংগ্রামে আমরা ঐক্যের মাধ্যমে এগিয়ে যেতে চাই।"
মামুনুল হক বলেন, ইসলামিক দলগুলোর আলাদা স্বকীয়তা থাকতে পারে, তবে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো ভিন্নতা থাকা উচিত নয়। তিনি বলেন, "আল্লাহর দিন প্রতিষ্ঠায় আমাদের অভিন্ন লক্ষ্য নির্ধারণ করতে হবে। অতীতের তিক্ততা পেছনে ফেলে বাস্তবতাকে সামনে রেখে ঐক্যের ভিত গড়ে তুলতে হবে।"
বর্তমান বাস্তবতা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, "আমাদের অভিন্ন শত্রু ভারত। তাদের আধিপত্যবাদ রুখতে ইসলামিক দলগুলোর সম্মিলিত ভূমিকা প্রয়োজন।" মাওলানা মামুনুল হক বলেন, "যেকোনো পরিস্থিতিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের রাজপথের ঐক্য বজায় রাখতে হবে।"
অধিবেশনের উদ্বোধনী পর্বে সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। অধিবেশনের সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।
মাওলানা মামুনুল হক আরও বলেন, "আগামীর বাংলাদেশে আমরা এমন একটি জাতি গঠন করতে চাই, যা আল্লাহর নির্দেশ মেনে চলবে এবং ইসলামিক আদর্শের ওপর ভিত্তি করে পরিচালিত হবে।" তিনি ইসলামিক দলগুলোর প্রতি অতীতের ভুলে না ফিরে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানান।
আলোচনায় উপস্থিত অন্যান্য বক্তারাও ইসলামিক ঐক্যের প্রয়োজনীয়তা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।