শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

‘চরমোনাই মাদরাসা ছিল মুক্তিযোদ্ধাদের ঘাঁটি ও সংখ্যালঘুদের আশ্রয়স্থল’

১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধে চরমোনাই মরহুম পীর সাহেব মাওলানা সৈয়দ মুহাম্মাদ এছহাক রহ. ও মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম রহ. চরমোনাইতে মুক্তিযোদ্ধাদের ঘাটি করতে যেমন সহযোগিতা করেছেন তেমনি চরমোনাইর হিন্দু ধর্মাবলম্বীসহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের বাড়ি ও চরমোনাই মাদরাসায় আশ্রয় দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন।

মহান মুক্তিযুদ্ধ চলাকালীন চরমোনাই মরহুম পীর মাওলানা সৈয়দ মুহাম্মাদ এছহাক রহ. ও মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম রহ. দ্বয়ের ভুমিকা সম্পর্কে চরমোনাই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের বক্তব্য জানতে চেষ্টা করেছেন-ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির।

পাঠকদের জন্য বিস্তারিত তুলে ধরা হলো চরমোনাই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা বলেছেন, চরমোনাই মাদরাসা ছিল বরিশাল বিভাগের মুক্তিযুদ্ধের ঘাঁটি। রাজাকার,আল বদর,আল শামস বা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে চরমোনাই পীর বা তা পরিবার পরিজনের কোনো সম্পৃক্ততা ছিল না। চরমোনাই পীর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়,মুক্তিযুদ্ধের পক্ষে সহযোগিতা করেছেন। চরমোনাইতে রাজাকারের ক্যাম্প থাকলে এ এলাকার কোনো হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানের জীবিত থাকার কথা ছিল না। সৈয়দ মুহাম্মাদ এছহাক রহ. পাকিস্তান সরকারের বশ্যতা স্বীকার করেননি বলে তৎকালীন সময়ে চরমোনাই মাদরাসা কামিল মাদরাসা হিসেবে উন্নীত করা হয়নি। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা বলেন, চরমোনাই মরহুম পীর হিন্দুদেরকে চরমোনাই মাদরাসায় আশ্রয় দিয়ে খাইয়েছেন। হিন্দুদের পক্ষ থেকে ধর্মান্তরিত হওয়ার আবেদন প্রসঙ্গে পীর হুজুর বলেছেন দেশে এখন একটি অরাজক পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে কারও ধর্মান্তরিত হওয়া সঠিক নয়। মরহুম পীর পরশ পাথরতুল্য মানুষ ছিলেন, ধর্মবর্ণ, দল-মত নির্বিশেষে সকলকে তিনি সহায়তা করেছেন।

মুক্তিযোদ্ধা সংসদ চরমোনাই ইউনিয়নের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা আবুয়াল হোসেন কাজী বলেন, চরমোনাই পীর সাহেব ও তাদের পরিচালিত প্রতিষ্ঠানসমূহ আমাদের জন্য গর্বের বিষয়। এই প্রতিষ্ঠনকে বিতর্কিত করতে একটি চক্র চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে সময়ে সময়ে মিথ্যা কুৎসা রটানোর অপচেষ্টা চালিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চায়। ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধে চরমোনাই পীর সাহেব ও চরমোনাই মাদরাসা মুক্তিযুদ্ধের পক্ষে ভুমিকা রেখেছেন। সৈয়দ মুহাম্মাদ এছহাক রহঃ পাকিস্তান সরকারের বশ্যতা স্বীকার করেন নি বলে তৎকালীন সময়ে চরমোনাই আলিয়া মাদরাসাকে কামিল মাদরাসা হিসেবে উন্নীত করা হয়নি। পাকিস্তানের ক্ষমতাসীনরা চরমোনাই পীর সাহেব ও চরমোনাই মাদরাসাকে তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে ব্যবহার করতে পারেনি। মরহুম এছহাক রহ. মুক্তিযোদ্ধা,স্বাধীনতাকামী মানুষ ও হিন্দু সম্প্রদায়ের নিরাপদ আশ্রয়স্থল ছিলেন।

সাবেক সেনা অফিসার বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ হাওলাদার (৮৩) বলেন, চরমোনাই মরহুম পীর সৈয়দ মুহাম্মাদ এছহাক রহ, এর সঙ্গে মুক্তিযুদ্ধ চলাকালীন আমরা ২৬ জন মুক্তিযোদ্ধা সাক্ষাৎকরে আমি তার দোয়া ও সহযোগিতা চাই। তখন হুজুর বলেন, তোমরা কামিয়াবী হবা ইনশাআল্লাহ, তবে একটু সময় লাগবে। আমাদের ১২৮ জন মুক্তিযোদ্ধার খাবারের জন্য হুজুরের কাছে সহযোগিতা চাইলে তিনি বলেন আমাদের অবস্থানকৃত জায়গায় খাবার পৌঁছে দেন। হযরত এছহাক রহ. প্রতিনিধির মাধ্যমে একাধিক ছাগল, চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাঠিয়ে সহযোগিতা করেছিলেন।

চরমানাই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম খান (৭২) বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমি বিএ ক্লাসে পড়তাম। বুখাইনগরে আমাদের ঘাঁটি ছিল। আমরা চরমোনাই দরবারের সামনে থেকে চলাচল করেছি, কোনো সময়ে কোনো বাঁধার সম্মুখীন হইনি। রাজাকার, আল বদর, আল শামস বা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে চরমোনাই পীর বা তার পরিবার পরিজনের কোনো সম্পৃক্ততা ছিল না।

বীর মুক্তিযোদ্ধা মকিম আলী খান বলেন, মহান মুক্তিযুদ্ধকে উপলক্ষ করে চরমানাই পীর ভুমিকাকে প্রশ্নবিদ্ধ করে কেউ যদি কোনো বক্তব্য দেয় তবে বুঝতে হবে ঐ লোক মিথ্যুক, মানুষ না,অমানুষ। চরমোনাই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ জানেন চরমোনাই পীর দ্বয় কেমন ছিলেন। চরমোনাই মাদরাসা ছিল বরিশাল বিভাগের মুক্তিযদ্ধের ঘাঁটি। চরমোনাই পীর সাহেবদ্বয় মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকলে স্বয়ং আমরাও বাঁচতাম না।

বীর মুক্তিযোদ্ধা মোজাহার আলী খাঁন (৭৮) বলেন, ১৯৭১ এর ১২ মে আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি। পথে ৪ যায়গায় পাক বাহিনী আমাকে আটক করে। পাক বাহিনী চরমোনাই সংলগ্ন এলাকায় বোর্ড রেখে এসে হুজুরের কাছে জানতে চান-এখানে কি কোনো হিন্দু আছে? জবাবে এছহাক রহ. বলেন, এই এলাকায় ৩৬০ জন হিন্দু আছে। তারা কেউ কারও ক্ষতি করে না। তাদের ধর্ম তারা পালন করে। আমাদের ধর্ম আমরা পালন করি। এখানে (চরমোনাইতে) বছরে ২টি সভা (ওয়াজ মাহফিল) হয়। হিন্দুরা এসে লাইন দিয়ে আমাদের আলোচনা শুনে। তারা (হিন্দুরা) কারও কোনো ক্ষতি করে না, একথা শুনে পাক বাহিনী হুজুরকে সালাম দিয়ে চলে যায়।

বীর মুক্তিযোদ্ধা ফরিদ হোসেন শিকদার বলেন, চরমোনাই পীর সাহেব হুজুর ও তার পরিবার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়, সব সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে সহযোগিতা করেছেন। বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম গাজী (৭২) বলেন, ১৯৭১ এ দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ হয়েছে। স্বাধীনের পরে দেশে যত রাজনৈতিক সংকট হয়েছে চরমোনাইতে তার কিছুই হয়নি। চরমোনাই পীর সাহেব হুজুর মুক্তিযোদ্ধাদেও অবস্থানের জন্য মাদরাসার একটি টিনের ঘরে আমাদেরকে আশ্রয় দিয়েছেন। আমাদের ২৭০ জন মুক্তিযোদ্ধাকে টিনের ঘরে আশ্রয় দিয়ে খাবার খাইয়েছেন এবং আমাদের বাড়ির ৩৫০ এর অধিক মানুষের জন্য খাবার পাঠিয়েছেন। চরমোনাইতে রাজাকারের ক্যাম্প থাকলে এ এলাকার কোন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানের জীবিত থাকার কথা ছিল না।

শিক্ষক বাবু জীবন চন্দ্র মণ্ডল (৭০) বলেন, চরমোনাই পীরেরে সঙ্গে আমাদের আলাপ-আলোচনা ছিল। ছোট সময় থেকে আমরা পীরের দরবারে যাতায়াত করতাম। চরমোনাই হুজুর আমাদেরকে আদর করতেন এবং ভালো জানতেন। মুক্তিযুদ্ধকালীন আনুমানিক সেপ্টেম্বর মাসে নীলকান্ত ঘোষ এবং মাখম লাল ঘোষ আমার বাবার কাছে আমাদের বাড়িতে যান। বাবাকে ওরা বললো-ওপার থেকে হিন্দু সম্প্রদায়ের কয়েকজন লোক আসছে। তারা চরমোনাই পীর সাহেবের বাড়িতে গিয়ে মুসলমান হবে। (রায়পুরের সালাম খাঁ নামের লোকটি হিন্দুদেরকে উত্তক্ত করতো।) এরা যাবার কিছু সময় পরেই ওপার থেকে মাখন লাল হালদার, অবিনাশ তালুকদার, ডা. গনেশ চন্দ্র, মতি ঘোষ, মলি ঘোষ এই লোকগুলো গোপনে আমাদের বাড়িতে প্রবেশ করে। তারা আমার বাবাকে বলেছে আমরা মুসলমান হবার জন্য পীরের বাড়িতে যাচ্ছি। আপনারাও আসেন।

তখন আমার বাবা তাদেরকে বলেছেন, প্রয়োজন হলে পীর আমাদেরকে ডাকবেন। তারা পীরের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলে যাবার সময়ে আবার আমাদের বাড়িতে আসেন। তখন আমার বাবা হিন্দু সম্প্রদায়ের ঐ লোকদেরকে জিজ্ঞাসা করলেন পীর তাদেরকে কী বলেছেন? জবাবে তারা বাবাকে জানান, চরমোনাই পীর বলেছেন, দেশে এখন একটি অরাজক পরিস্থিতি চলছে। এই পরিস্থিতিতে কারও ধর্মান্তরিত হওয়া সঠিক নয়। দেশ একটি শান্ত পরিস্থিতিতে আসুক। তখন ভালোবেসে আপনারা ইসলাম গ্রহণ করতে চাইলে আপনাদেরকে ইসলাম ধর্মে দিক্ষিত করা হবে। কিন্তু পরবর্তীকালে তারা কেউই মুসলমান ধর্মে দিক্ষিত হননি। মাখন লাল বিশ্বাস (৬৬) বলেন, মুক্তিযুদ্ধের সময়ে আমি এলাকা চষে বেড়াতাম। চরমোনাই পীর পরশ পাথরতুল্য মানুষ ছিলেন। চরমোনাই পীর ও তার পরিবার ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সকলকে সহায়তা করে যাচ্ছেন। চরমোনাই পীর ও তার পরিবার বটবৃক্ষের ন্যায় সকল মানুষকে ছায়া দিয়ে আসছেন।

চরমোনাই ইউনিয়ন ৫নং রাজার চর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাবু অমল সরকার (৬৬) বলেন, আমার বাবা-কাকারা লোকমুখে শুনেছেন যে, চরমোনাই পীর হুজুরের কাছে গিয়ে মুসলমান হলে তাদেরকে মারবে না। বাবা-কাকারা অনেকে পীর হুজুরের কাছে গিয়ে বলেছেন যে, আমরা শুনেছি আপনার কাছে এসে মুসলমান হলে নাকি পাকিস্তানিরা মারবে না। জবাবে পীর সাহেব হুজুর বলেছেন, এ কথা সম্পূর্ণ মিথ্যা। হুজুর বলেছেন, যদি আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করতেই চান তবে স্বাধীনতার পরে আসবেন, এখন না।

বাবু নিমাই চন্দ্র ঘোষ বলেন, ১৯৭১ এ মুক্তিযুদ্ধের সময়ে আমি ৮ম শ্রেণির ছাত্র। তখন আমার বয়স ১৪ কি ১৫ বছর। পীর আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আমাদের কিছু লোককে রাজাকাররা নৌকায় তুলে নিয়ে গেছিল। তখন পীরের জোরালো ভূমিকার কারণে ঐ লোকদেরকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন হিন্দু সম্প্রদায়ের অনেক লোক পীরের বাড়িতে আশ্রয় নিয়েছি। চরমোনাইতে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ খোলামেলা চলাফেরা করেছি। আমাদের লোকদের উপর কোনো অত্যাচার হয়নি। রায়পুরা থেকে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ চরমোনাই মাদরাসায় আশ্রয় নিয়েছিলেন। আমাদের সম্প্রদায়ের মেয়ে-ছেলেরাও পীরের বাড়িতে নিয়ম মেনে নিয়মিত যাতায়াত করতেন।

কালু মালাকার বলেন, চরমোনাই পীর হিন্দুদেরকে চরমোনাই মাদরাসায় রেখে খাইয়েছেন। কেউ যাতে হিন্দু সম্প্রদায়ের কারও কোনো ক্ষতি না করে সে বিষয়ে সকলকে বলেছেন। হিন্দুরা মাদরাসায় আশ্রয় নিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের কেউ মুসলমান হতে চাইলে পীর বলেছেন, বিপদের সময়ে কাউকে মুসলমান বানানো যাবে না। ইচ্ছা করে যদি কেউ মুসলমান হয়, তবে হোক।

এমএমএ/

Header Ad
Header Ad

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গেও বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের দ্বিতীয় দিনে পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক সম্মেলন শেষে প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি।

এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ড. ইউনূস। থাই প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুই বছরের জন্য বিমসটেকের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠকে বসেন ড. ইউনূস। আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক সহায়তা নিয়ে আলোচনা করেন তারা। একই দিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়ার সঙ্গে হোটেল সাংগ্রিলায় বৈঠক করেন ড. ইউনূস, যেখানে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার বিষয়টি উঠে আসে।

বিকেলে মিয়ানমারের সরকার প্রধানের সঙ্গে হেঁটে হেঁটে বিভিন্ন ইস্যুতে আলাপ করেন ড. ইউনূস।

এদিকে, বৈঠকের পর নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন—“বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, “বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। সীমান্ত নিরাপত্তা ও সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আলোচনা করেছি।”

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেক বর্তমানে বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি ও সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আন্তঃআঞ্চলিক জোট হিসেবে কাজ করছে।

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে

ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট ৬৮২ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে অধিকাংশই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। শুক্রবার (৪ এপ্রিল) ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ লোকসভায় এ তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তে আটক হওয়া ভারতীয়দের নথিপত্র যাচাইয়ের পর যুক্তরাষ্ট্র তাদের প্রত্যাবাসন করে। একই সঙ্গে ভারত সরকার অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ে উদ্বিগ্ন এবং এই সমস্যা মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে। অপরাধমূলক অভিবাসন চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থী, পর্যটক এবং পেশাদারদের আমেরিকা যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও নজর দিচ্ছে মোদী সরকার। মার্কিন কর্তৃপক্ষ যে ভারতীয় নাগরিকদের তালিকা পাঠায়, তা গুরুত্ব সহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, জালিয়াতির দায়ে অভিযুক্ত ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সক্রিয় হয়েছে ভারত সরকার। মানব পাচারচক্রের সঙ্গে এজেন্টদের যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বিয়ের খবর জানিয়েছেন তিনি। স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করে ক্যাপশনে লিখেছেন— "আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।"

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। ছবিতে অন্তর্বর্তী সরকারের রেল উপদেষ্টা ফাওজুল কবির খানকেও দেখা গেছে।

 

তবে স্ত্রীর পরিচয় সম্পর্কে ফেসবুক পোস্টে কিছু উল্লেখ করেননি শামীম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে
কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?
ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ
হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় : বিক্রম মিশ্রি
মার্কিন গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা কানাডার
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ
চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো