‘সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার জন্য নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি’
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেন, দেশের মানুষ দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধিতে দিশেহারা। পরিবার নিয়ে তিন বেলা দুমুঠো খাবারের যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলোকে। নিম্নবিত্ত মানুষ অনাহারে-অর্ধহারে দিনাতিপাত করছে। এমতাবস্থায় সরকারের আমলাদের ভার্চুয়াল বৈঠকে কোটি টাকার বাজেট দেখানো জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।
শুক্রবার (১৮ নভেম্বর) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এ সরকারের সূচনাই হয়েছিল জনবিচ্ছিন্নভাবে বিধায় তারা এ দেশের আমজনতার ভাষা বুঝতে বারবার ব্যর্থ হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গণমানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে না পেরে এ সরকার তার চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা দেখছি ইদানিং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে জ্যামিতিক আকারে। পক্ষান্তরে দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্যকে ধ্বংস করে দিয়ে বস্তুত দেশের কর্মক্ষম মানুষের হাত-পা বেঁধে দিয়েছে সরকার।
তিনি আরও বলেন, দিন দিন ব্যাংকগুলোতে তারল্য সংকট নিয়েও জনসাধারণের মাঝে শঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় একটি দেশের মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। দ্রব্যমূল্যসহ সরকারের অব্যবস্থাপনাগুলো ধারাবাহিকতা চলতে থাকলে দেশের মানুষ তাদের অধিকার আদায়ে রাজপথে নেমে আন্দোলন-সংগ্রাম করতে বাধ্য হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, ডা. মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধাসহ ঢাকা মহানগর দক্ষিণের নেতারা।
এসজি