দেশ লুটেরা ও দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে: ইউনুছ আহমাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশ লুটেরা ও দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। যার প্রমাণ নারায়ণগঞ্জে একটি পরিবার নিজের বাড়ি আওয়ামী লুটেরাদের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হয়ে আত্মহত্যার চেষ্টা।
রবিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ এসব কথা বলেন।
তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত সরকার গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য সংকট মোকাবিলায় ব্যর্থ হয়ে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল যখন সরকারের লুটপাট ও টাকা পাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কর্মসূচি পালন করছে, তখন তাদের উপর সরকার উল্টো দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আমরা যখন দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেছিলাম দেশে নীরব দূর্ভিক্ষ চলছে অবৈধ সরকার তখন পাত্তা দেয়নি। এখন দুর্নীতিগ্রস্ত সরকার গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য সংকট মোকাবিলায় ব্যর্থ হয়ে দেশকে দূর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, মুসলিম উম্মাহ নবী সা. সীরাত থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে অশান্তি নেমে এসেছে। এমতাবস্থা থেকে উত্তরণের জন্য আমরা শুক্রবার (৪ নভেম্বর) জাতীয় সীরাত সম্মেলন আয়োজন করতে চাচ্ছি। এ আয়োজনকে ঘিরে প্রায় তিন মাসব্যাপী বহুমুখী সীরাত কার্যক্রম হাতে নিয়েছি৷
রবিবার সকালে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আমেলা ও থানা শাখার যৌথসভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার এর সঞ্চালনায় আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, জয়েন্ট সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল আহাদ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ এবং পূর্ব নেতৃবৃন্দ।
/এএস