ভারতে সাত শ মাদরাসা বন্ধের সিদ্ধান্ত হঠকারী: চরমোনাই পীর
ভারতে সাত শ মাদরাসা বন্ধের হঠকারী সিদ্ধান্ত বাতিল না করলে বিশ্বমুসলিম উম্মাকে ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মঙ্গলবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ আহ্বান জানান তিনি।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যসরকার বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন দারুল উলূম দেওবন্দসহ সাত শ মাদরাসা বন্ধ করে দেওয়ার ঘৃণ্য চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চরমোনাই পীর বলেন, এ ধরনের ঘৃণ্য চক্রান্তের পথ থেকে ভারতকে সরে না আসলে কঠিন মাশুল দিতে হবে। বিশ্বমুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হলে ভারত খান খান হয়ে যাবে।’
তিনি বলেন, ‘দারুল উলূম দেওবন্দ নিছক একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; দারুল উলুম দেওবন্দ একটি আন্দোলন, একটি সংগ্রামের নাম। বৃটিশবিরোধী আন্দোলনে দেওবন্দের ভুমিকার কারণে ইস্ট ইন্ডিয়ার নামে ঘঁটিঘেরা বৃটিশদের ভারতবর্ষ থেকে চরমভাবে বিতাড়ন হতে হয়েছে। কাজেই ভারত এ ধরনের সিদ্ধান্ত নিলে তা ভারতের জন্য চরম করুণ পরিণতি বয়ে আনবে।’
এমএইচ/এমএমএ/