‘চিনির বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে’
দফায় দফায় দাম বাড়ার পরও বাজারে চিনির সংকটকে সিন্ডিকেটের কবলে নিত্যপণ্যের বাজার বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
তিনি বলেন, চিনির দাম বৃদ্ধির জন্য খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা মিল মালিকদের দুষছেন। অন্যদিকে মিল মালিকরা গ্যাস সংকটকে দায়ী করছেন। আসলে এসব কিছু নয়, সিন্ডিকেট করে চিনির দাম বাড়ানোর পাঁয়তারা। এসব খোঁড়া অজুহাতে সাধারণ মানুষের পকেট কাটার নামান্তর।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, নিত্যপণ্যের কষাঘাতে জনজীবন যখন দুর্বিষহ, তখন চিনি নিয়ে সিন্ডিকেট করে জনগণকে বিষিয়ে তোলা হচ্ছে। ৫০-৫৫ টাকার চিনি কোনোভাবেই ১১০ টাকা হতে পারে না। সরকারের ছত্রছায়ায় একটি সিন্ডিকেট পুরো বাজারকে নিয়ন্ত্রণ করছে। আর খেসারত দিচ্ছে জনগণ।
তিনি বলেন, ভোক্তাদের অভিযোগ, ভোজ্যতেলের মতো চিনির বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছেন ব্যবসায়ী সিন্ডিকেটরা। এ জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি আরও বলেন, জিনিসপত্রের দাম কমলে নির্দেশনা পৌঁছাতে মাস পেরিয়ে যায়। আর দাম বাড়লে ঘোষণার আগেই বাজারে তা কার্যকর হয়ে যায়। এভাবে সিন্ডিকেট করে জনগণকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে তাদের টাকা।
এসজি