বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ভোট প্রয়োগের অধিকারও নিশ্চিত করতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৈষম্যহীন দেশ গড়তে হলে কেবলমাত্র রাজনৈতিক ও ভোটাধিকার নিশ্চিত করলেই চলবে না, বরং জনগণের ভোট প্রয়োগের অধিকারও নিশ্চিত করতে হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এই সভায় ‘আমরা বিএনপি পরিবার’ উদ্যোগে তারেক রহমান অনলাইনে যুক্ত হন।

তারেক রহমান বলেন, সাংবাদিকরা জনগণের দুঃখ-দুর্দশা তুলে ধরেন ছবির মাধ্যমে। কিন্তু গত ১৫ বছরে বিভিন্ন সময় ইচ্ছে থাকলেও তাদের অনেক সংবাদ প্রকাশ করতে দেওয়া হয়নি। শুধু রাজনৈতিক অধিকার নয়, সাংবাদিকদের অনেক মৌলিক অধিকারও খর্ব করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা দেশের মঙ্গল চান, তাদের উদ্দেশ্য এক। তারা এমন একটি দেশ চান, যেখানে নাগরিকদের অর্থনৈতিক স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে।

মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব নয় মন্তব্য করে তারেক রহমান বলেন, গত ১৫ বছর যারা ক্ষমতায় ছিল, তারা দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করেছে এবং বিদেশি হস্তক্ষেপ বাড়িয়েছে।

রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, সেগুলো নিয়ে বিএনপি অনেক আগে থেকেই সোচ্চার। এসব সংস্কারের মূল লক্ষ্য একটি গণতান্ত্রিক দেশ গড়ে তোলা, যেখানে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত থাকবে।

Header Ad
Header Ad

বিয়ের বাজার করতে গিয়ে সড়কে ঝরল বরের প্রাণ

নিহত শাহ্ আলম। ছবি: সংগৃহীত

বিয়ের বাজার করতে গিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে নূরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ব্রাহ্মণডুরা এলাকার ছাবেদ আলীর ছেলে শাহ্ আলম ও একই গ্রামের বেনু মিয়ার ছেলে সুয়েম মিয়া। এর মধ্যে আগামী শুক্রবার শাহ আলমের বিয়ের দিন ধার্য ছিল।।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে দুই বন্ধু বিয়ের বাজার করতে হবিগঞ্জ শহরে যান। কেনাকাটা শেষে সন্ধ্যার দিকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। এ সময় মহাসড়কের নূরপুর পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই সুয়েম মিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

 

Header Ad
Header Ad

গাজায় ১১০৯ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল, ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার

গাজায় ১১০৯ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। ছবি: সংগৃহীত

গাজার উপত্যকায় ইসরায়েলের আক্রমণে ১১০৯টি মসজিদ ধ্বংস হয়েছে। গাজা সরকারের ধর্মীয় ও দানশীল বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলার ফলে গাজার ১,২৪৪টি মসজিদের মধ্যে ১,১০৯টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মিডলইস্ট মনিটরের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গাজার ধ্বংসপ্রাপ্ত ওমরি মসজিদের সামনে সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেছেন।

রিপোর্ট অনুযায়ী, গাজার প্রায় ৮৯% মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৮৩৪টি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়েছে এবং ২৭৫টি মসজিদ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

ধ্বংসপ্রাপ্ত ধর্মীয় ও প্রশাসনিক স্থাপনা, কবরস্থান, ওয়াকফ সম্পত্তি এবং মসজিদের কারণে গাজার প্রায় ৫০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। গাজার তিনটি গির্জাও ইসরায়েলের হামলার শিকার হয়েছে।

এছাড়াও, ইসরায়েল বাহিনী গাজার কবরস্থানগুলোতেও আক্রমণ করেছে, যার ফলে ৬০টি কবরস্থানের মধ্যে ৪০টি আক্রান্ত হয়েছে এবং ২১টি কবরস্থান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ৬৪৩টি ওয়াকফ অস্থাবর সম্পত্তি নষ্ট হয়েছে এবং ধর্মীয় শিক্ষার কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

ধ্বংসপ্রাপ্ত মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণের জন্য “মিনারেটস কোলিশন” নামে একটি আন্তর্জাতিক উদ্যোগ শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে গাজার মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠান পুনর্নির্মাণের কাজ শুরু হবে এবং সাময়িক মসজিদ স্থাপন, ইমামদের সহায়তা, কুরআন পাঠ এবং ধর্মীয় শিক্ষা কেন্দ্র পরিচালনার পরিকল্পনা রয়েছে।

গাজার অ্যান্ডওমেন্টস মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইসলামিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর পুনর্নির্মাণে সাহায্যের আবেদন করেছে। তাদের দাবি, মসজিদগুলো শুধু উপাসনাস্থল নয়, বরং সমাজের আধ্যাত্মিক এবং সামাজিক কাঠামো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Header Ad
Header Ad

সব মামলা থেকে পরিত্রাণ পেলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

অবশেষে সব মামলা থেকে পরিত্রাণ পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে ৩৭টি মামলার সব ক’টি থেকে রেহাই পেলেন তিনি।

গত ১৮ বছর ধরে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার জালে বন্দি করে রাখা হয়েছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সেনা নিয়ন্ত্রিত ওয়ান-ইলেভেন সরকার তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে ১৩টি প্রশ্নবিদ্ধ মামলা করে। খালেদা জিয়ার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অতঃপর শেখ হাসিনা ক্ষমতায় বসার পরে গত দেড় দশকে আরো ২৪টি মামলা করে। মোট ৩৭ মামলা চলমান ছিল। এই মামলাগুলোর কোনোটিরই বিশ্বাসযোগ্যতা সত্যতা নিশ্চিত করতে পারেনি শেখ হাসিনার আইনজীবীরা।

অবশেষে সর্বশেষ গতকাল বুধবার নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে বেগম জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলার সবকটি থেকে তিনি মুক্তি পেলেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা অবশিষ্ট নেই। তিনি এখন মামলা মুক্ত একজন মানুষ।

তিনি জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া ৩৭টি মামলা চলমান ছিল। গত বছর ৫ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর একে একে এসব মামলা নিষ্পত্তি হতে থাকে। নাইকো দুর্নীতি মামলা থেকে খালাসের মাধ্যমে সবগুলো মামলা থেকে রেহাই পেলেন খালেদা জিয়া। তার বিরুদ্ধে আর কোনো মামলা চলমান নেই।

গত ১৫ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ চার জনকে বেকসুর খালাস দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দিলেও গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্ট তাকে খালাস দেয়।

এর আগে তিনি বড়পুকুরিয়া কয়লাখনি ও গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন। ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো দুর্নীতি মামলা থেকে বুধবার খালেদা জিয়াসহ আট জনকে খালাস দেয় ঢাকার আদালত।

গত বছর ৩০ অক্টোবর রাজধানীর দারুস সালাম থানার ৬টি ও যাত্রাবাড়ী থানার ৩ মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি দেন হাইকোর্ট। এর আগে কুমিল্লার নাশকতার এক মামলায় গত ২২ জানুয়ারি আদালত তাকে অব্যাহতি দেয়। গত বছর ৩ সেপ্টেম্বর দেশের বিভিন্ন আদালতে থাকা পাঁচটি মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়।

এছাড়া রাষ্ট্রদ্রোহের এক মামলার কার্যক্রম গত ৩০ অক্টোবর হাইকোর্ট বাতিল করে দেয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে থাকা কয়েকটি মামলা থেকেও খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয় বিভিন্ন তারিখে।

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আট আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছে আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় বিচারক রবিউল আলম তার পর্যবেক্ষণে বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য নাইকো মামলায় জড়ানো হয়েছে।

খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। খালেদা জিয়া ২০০১-২০০৬ মেয়াদে যখন প্রধানমন্ত্রী ছিলেন, সে সময় দুর্নীতির অভিযোগ এনে ২০০৭ সালে জরুরি অবস্থার সময় এ মামলা দায়ের করা হয়েছিল।

খালাস পাওয়া বাকি সাত জন হলেন-সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দি আল মামুন, ইন্টারন্যাশনাল ট্র্যাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিয়ের বাজার করতে গিয়ে সড়কে ঝরল বরের প্রাণ
গাজায় ১১০৯ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল, ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
সব মামলা থেকে পরিত্রাণ পেলেন খালেদা জিয়া
১৮ ব্যক্তি ও সাফজয়ী নারী ফুটবল দলকে একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা
চাঁদপুরে বৈষম্যবিরোধী কমিটির ১৬০ জনের পদত্যাগ  
পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস  
একুশে ফেব্রুয়ারি যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা  
গাজা পুনর্গঠনে প্রয়োজন ৫ হাজার ৩২০ কোটি মার্কিন ডলার  
২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ: আপিল বিভাগ    
আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা  
এমবাপের মহাকাব্যিক হ্যাটট্রিকে সিটিকে বিদায় করে শেষ ষোলোয় রিয়াল  
১৭ বছর পর আজ আহসান মঞ্জিলে হতে যাচ্ছে ‘সুফি ফেস্ট’
এস আলমের অ্যাকাউন্টে ২ লাখ ৪২ হাজার কোটি টাকার লেনদেন
মোহাম্মদপুরে মধ্যরাতে গোলাগুলি, নিহত ২  
গণঅভ্যুত্থানে আহত রাতুলের একমাত্র সম্বল ফুডকার্ট ভেঙে দেয়ার অভিযোগ  
আজ চ্যাম্পিয়ন্স ট্রফির নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ
অবশেষে সরিয়ে দেওয়া হলো মাউশির বিতর্কিত ডিজিকে
২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ ডিসি ওএসডি
ট্রাম্পের বিস্ফোরক দাবি: চলমান যুদ্ধের সূচনা ইউক্রেনই করেছিল
ডিবির সাবেক প্রধান হারুনের ১০০ বিঘা জমি, ৫ ভবন ও ২ ফ্ল্যাট ক্রোকের নির্দেশ