দেশে ফিরলেন মির্জা ফখরুল-আমীর খসরু

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার বিকেল ৪টা ৫৮ মিনিটের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশগ্রহণের উদ্দেশে যুক্তরাষ্ট্র সফর করেন তারা। তাদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত ২ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে তার কন্যা জায়মা রহমান একই অনুষ্ঠানে অংশ নেন।
