সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ | ৬ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসবেই: মুক্তিযোদ্ধা ফজলুর রহমান  

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ছবিঃ সংগৃহীত

যারা মনে করছেন আর কখনো আওয়ামীলীগ কখনো আসবো না তাদের ধারণা ভুল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি বলেন, এ দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আসবে, হয়তো এই নামে নাও আসতে পারে বা এই নেতৃত্বে না আসতে পারে তবে আওয়ামী লীগ আসবেই।

ফজলুর রহমান মনে করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু ছাত্র আন্দোলন নয়, এ আন্দোলন ছিল ছাত্র-জনতার আন্দোলন। কাজেই ক্রেডিট যদি থেকে থাকে সেটা অবশ্যই ছাত্র এবং জনতার।

এই আন্দোলনে বিএনপির অবদানে সবচেয়ে বেশি ,বলেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এসে পাকা ধান কেটে নিয়ে গিয়েছে ।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নিজেরা সব একা ভোগ করতে চাচ্ছে বিএনপিকে বঞ্চিত করে।

তিনি বলেন এই তিনি বলেন যদি এদেশের সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ তাই আসন পেয়ে নিবেদনা জিতবে নির্বাচনে জিতবে।

ফজলুর রহমান বলেন একটি দেশে বিপ্লব করতে হলে তিন থেকে দেশের জনগোষ্ঠীর তিন থেকে সাড়ে তিন শতাংশ সমর্থন প্রয়োজন।তিনি মনে করেন ৬০ লক্ষ মানুষ আন্দোলন করেছে সেখান থেকে ৯০ ভাগ মানুষ হচ্ছে বিএনপি,যারা ১৪-১৫ বছর যাবৎ অত্যাচারিত হয়ে, জীবন ও যৌবন শেষ করে জেলে নির্যাতিত হয়েছে, সেই বিএনপি'র কর্মীরা শেখ হাসিনাকে উচ্ছেদ করেছেন।

Header Ad
Header Ad

বনানীতে সড়কে শুয়ে পড়েছেন সিএনজি চালকরা, রাস্তা বন্ধ

বনানীতে সড়কে শুয়ে পড়েছেন সিএনজি চালকরা। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোর সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করাসহ ৯ দফা দাবি জানিয়ে সড়ক অবরোধ করেছেন সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের চালকরা।

আজ (সোমবার) দুপুরে বনানীর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরের সামনের রাস্তায় শুয়ে এই অবরোধ করেন তারা। এতে করে মহাখালীগামী যানবাহনগুলো সড়কে আটকে রয়েছে। বিভিন্ন যানবাহনে আটকে থাকা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. গোলাপ সিদ্দিকি অবরোধের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

বিআরটিএ সদর দপ্তরের সামনের রাস্তায় শুয়ে এই অবরোধ করেন।

 

ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের অন্যান্য দাবিগুলো হলো— ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) প্রদান করতে হবে, ঢাকা শহরের আয়তনের সঙ্গে সঙ্গতি রেখে আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের নামে অনুমোদন দিতে হবে, সিএনজি অটোরিকশা চালক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ করলে রাষ্ট্রপক্ষ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে, আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে, প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে, পার্কিংয়ের পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে, লেন/বাইলেন করে মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২৩ এর শ্রমিকস্বার্থ বিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে।

Header Ad
Header Ad

এবার ক্লিনিকের বোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড়ের হাতীবান্ধা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’ স্লোগানটি প্রদর্শিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) রাত ৮টা নাগাদ এই স্লোগানটি স্ক্রল করে ক্লিনিকের ডিজিটাল স্ক্রীনে দেখানো হতে থাকে। ক্লিনিকের মূল ফটকে থাকা ডিজিটাল ব্যানারে লেখা ছিল, ‘আবার ফিরবে ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

এই ঘটনার পর স্থানীয় জামায়াতে ইসলামি ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রতিবাদ জানান। তারা দাবি করেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতি এমন সমর্থন জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

দেশে ৩৩ হাজার ৬৪৮ বিদেশি অবৈধভাবে বসবাস করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশে ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি অবৈধভাবে বসবাসরত আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামী ৩১ জানুয়ারির মধ্যেই অবৈধভাবে বসবাসরতদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বৈধ হতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, দেশে গত ৩০ অক্টোবর পর্যন্ত অবৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৪৯ হাজার ২৬৬ জন। আর ১৮ জানুয়ারি ২০২৫ এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬৪৮ জনে।

উপদেষ্টা বলেন, ১৪ জানুয়ারি পর্যন্ত অবৈধ নাগরিকদের থেকে ১০ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এর আগে, বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত রয়েছেন। এ অবস্থায় অবৈধভাবে এ দেশে অবস্থানরত বা কর্মরত ভিনদেশি নাগরিকদের আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বনানীতে সড়কে শুয়ে পড়েছেন সিএনজি চালকরা, রাস্তা বন্ধ
এবার ক্লিনিকের বোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’
দেশে ৩৩ হাজার ৬৪৮ বিদেশি অবৈধভাবে বসবাস করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মহানবীকে নিয়ে কটূক্তি, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
সীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি
পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত
বিয়ের আগেই বাধ্যতামূলক হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, বছরব্যাপী প্রচারণা
মিঠাপুকুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাধন, সম্পাদক সাজ্জাদ
মেডিকেল ভর্তিতে কোটা বাতিলের দাবিতে উত্তাল শহীদ মিনার
ঢাকা-৭ আসনের সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
মেডিকেলে ৭৩ পেয়েও চান্স হয়নি, কোটায় ৪১ পেয়েই ভর্তি!
দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসবেই: মুক্তিযোদ্ধা ফজলুর রহমান  
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারাল ৯ বছরের বাংলাদেশি মুগ্ধ  
ইউনূস সরকারের সমালোচনা করা সেই প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের  
গাজায় ইসরাইলের হামলা সফল; বললেন বাইডেন
মাহফিলের নামে মানুষকে কষ্ট না দেয়ার পরামর্শ আজহারীর  
হাসপাতালে ভর্তি আছেন লুৎফুজ্জামান বাবর
উৎপাদনে পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র  
আজ শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প