জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না বিএনপি
ছবি: ঢাকাপ্রকাশ
বিএনপি ঘোষণা করেছে যে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকে আয়োজিত সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না। বৈঠকটি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বৈঠকের মূল এজেন্ডা হলো জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।
বৃহস্পতিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। একইদিন বিকেলে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে তাদের অবস্থান জানাবেন।
জুলাই ঘোষণাপত্রের বিষয়ে মতামত নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আয়োজন করেছেন। উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার এক ব্রিফিংয়ে জানিয়েছেন, এই ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কী হবে, কবে তা জারি করা হবে এবং সরকারের ভূমিকা কীভাবে নির্ধারিত হবে, তা এই বৈঠকে সিদ্ধান্ত হবে।
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে, এই বৈঠকে অংশগ্রহণের মাধ্যমে কোনো কার্যকর রাজনৈতিক সমাধান আসবে না।
এই সিদ্ধান্ত বিএনপির চলমান কৌশল ও সরকারের প্রতি তাদের অবস্থানের প্রতিফলন। রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব কীভাবে দেখা দেবে, তা সময়ই বলে দেবে।