ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল, থাকছে দিনব্যাপি কর্মসূচি
ছবি: সংগৃহীত
বিএনপির আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। সংগঠনটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান আয়োজনে উদ্যাপিত হবে। আগামীকাল তিনটি কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিএনপির আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে থাকা জাতীয়তাবাদী ছাত্রদল আগামীকাল পালন করবে তাদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি—এই তিন মূলনীতিকে ভিত্তি করে গড়ে তোলেন ছাত্রদল।
সংগঠনের ৪৬ বছরের গৌরবময় পথচলার এ বিশেষ দিনটি নানা আয়োজনের মাধ্যমে উদ্যাপিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে-
১) সকাল ১১ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
২) সকাল ১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামের সামনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
৩) দুপুর ২টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।