বিজয় দিবসে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ফাইল ছবি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা নিয়ে র্যালি করার কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা, থানা, পৌর শাখার অধীনস্থ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় পতাকাসহ বিজয় র্যালি কর্মসূচি পালিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কর্মসূচি ঘোষণা করেন এবং উক্ত কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার নির্দেশনা প্রদান করেন।