সোমবার, ১১ নভেম্বর ২০২৪ | ২৬ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ: নির্বাচনী রোডম্যাপসহ একাধিক দাবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও একাধিক দাবি তুলে ধরেছে বিএনপি। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও একাধিক দাবি তুলে ধরেছে বিএনপি।

শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সংলাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মির্জা ফখরুল জানান, নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি তাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল। তিনি বলেন, "আমরা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার অনুরোধ জানিয়েছি। এছাড়া, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত রেখে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নতুনভাবে কমিশন পুনর্গঠন করার কথা বলেছি।"

ফখরুল আরও জানান, তারা বিতর্কিত ব্যক্তিদের প্রশাসনের কোনো পদে না রাখার দাবি জানিয়েছেন। তিনি বলেন, "২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, তাদের আইনের আওতায় আনার কথা বলেছি। সেই সঙ্গে গুম-খুনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছি।"

বিএনপির পক্ষ থেকে দেশ থেকে কিছু আমলা ও সাবেক মন্ত্রী-এমপিদের পালিয়ে যাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, "কীভাবে তারা পালিয়ে যাচ্ছে, তা খতিয়ে দেখার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। এছাড়া, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করার কথাও বলেছি।"

বিএনপির মহাসচিব আরও জানান, প্রশাসন পরিচালনার জন্য নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার সুপারিশ করেছেন তারা। তিনি বলেন, "যারা পূর্বে পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন, তাদের ক্ষেত্রে ভুৎপেক্ষ পদোন্নতি দেওয়ার কথাও আমরা উল্লেখ করেছি।"

মির্জা ফখরুল জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন যে, নির্বাচনের সুষ্ঠু আয়োজন তাদের এক নম্বর প্রায়োরিটি।

Header Ad

ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে ফোন করে যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় ইউক্রেনে যুদ্ধ সম্প্রসারণ না করতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এ সময় ট্রাম্প ফ্লোরিডায় তার মার–এ–লাগো রিসোর্টে ছিলেন।

রবিবার (১০ নভেম্বর) মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আলাপকালে ইউক্রেনে যুদ্ধ সম্প্রসারণ না করতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে ট্রাম্পের প্রচার দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং বলেন, ‘বিশ্বনেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত কথোপকথনের বিষয়ে আমরা কিছুই প্রকাশ করবো না।’

এর আগে গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। এ সময় তাদের সঙ্গে কথোপকথনে যুক্ত হন রিপাবলিকানদের কড়া সমর্থক ও ধনকুবের ইলন মাস্ক।

৫ নভেম্বরের নির্বাচনে জয় পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের ২০ জানুয়ারি তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেবেন।

Header Ad

বিবর্ণ বার্সেলোনাকে হারিয়ে দিল সোসিয়েদাদ

ছবি: সংগৃহীত

ইনজুরিতে পড়ে দলের বাইরে থাকা খেলোয়াড় লামিনে ইয়ামালের অভাব আক্রমণভাগে বেশ ভাল ভাবেই অনুভব করল বার্সেলোনা। মৌসুমে একের পর এক ম্যাচে দাপুটে পারফরম্যান্স উপহার দেওয়া দলটি এবার রইল বড্ড অচেনা হয়ে। চেনা আঙিনায় উজ্জীবিত পারফরম্যান্সে তাদের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল রেয়াল সোসিয়েদাদ।

আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হারাল বার্সেলোনা। সান সেবাস্তিয়ানে রোববার রাতে ১-০ গোলে হারল হান্সি ফ্লিকের দল।

সোসিয়েদাদের নায়ক শেরালদো বেকার। প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ের পর হারের তেতো স্বাদ পেল বার্সেলোনা। চলতি মৌসুমে লা লিগায় দ্বিতীয় এবং সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের তৃতীয় হার এটি।

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে প্রথম ১৬ ম্যাচে ৫৫ গোল করা দল মৌসুমে এই প্রথম কোনো ম্যাচে জালের দেখা পেল না।

শুরুতে সোসিয়েদাদের জালে রবের্ত লেভানদোভস্কি বল পাঠালেও গোল মেলেনি অফসাইডের কারণে। বিস্ময়করভাবে, গোটা ম্যাচে গোলের জন্য বার্সেলোনার ১১ শটের একটিও লক্ষ্যে ছিল না! আর সোসিয়েদাদের ১৪ শটের ৬টি ছিল লক্ষ্যে।

আগেরদিন সংবাদ সম্মেলনে কোচ ফ্লিক ইঙ্গিত দিয়েছিলেন, এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে ইয়ামালকে। ম্যাচ শুরুর আধা ঘণ্টা আগে বার্সেলোনা সামাজিক মাধ্যমে জানায়, চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ডান অ্যাঙ্কেলে চোট পাওয়ায় এখনও অস্বস্তি আছে এই স্প্যানিশ উইঙ্গারের, তাই সোসিয়েদাদের বিপক্ষে পাওয়া যাবে না তাকে।

তার জায়গায় শুরুর একাদশে আক্রমণভাগে লেভানদোভস্কি ও রাফিনিয়ার সঙ্গী হন ফের্মিন লোপেস।

শুরু থেকে পজেশন ধরে রাখায় আধিপত্য করা বার্সেলোনা প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ত্রয়োদশ মিনিটে। ফ্রেংকি ডি ইয়ংয়ের শট প্রতিহত হওয়ার পর ছয় গজ বক্সের বাইরে থেকে জালে পাঠান লেভানদোভস্কি। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

ভিএআর রিপ্লেতে দেখা যায়, লেভানদোভস্কির বুটের সামান্য অংশ অফসাইডে ছিল।

চার মিনিট পর কর্নারে ইনিগো মার্তিনেসের হেড পাসে আরেক ডিফেন্ডার পাউ কুবার্সির হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। ২৯তম মিনিটে ব্রাইস মেন্দেসের ফ্রি-কিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন বার্সেলোনা গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া।

৩৩তম মিনিটে এগিয়ে যায় সোসিয়েদাদ। সতীর্থের হেড পাসে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকি দেন বেকার। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হারান মিকেল ওইয়ারসাবাল। বক্সে ভালো পজিশনে বল পেয়ে বাইরে মারেন এই স্প্যানিশ উইঙ্গার।

প্রথমার্ধে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে পায়ে আঘাত পাওয়া ডি ইয়ংকে দ্বিতীয়ার্ধে আর নামাননি ফ্লিক। বদলি নামেন দানি ওলমো।

৫০তম মিনিটে পেদ্রির ক্রসে দূরের পোস্টে কুবার্সির হেড সামান্য বাইরে দিয়ে যায়। পরের মিনিটে ওইয়ারসাবালের শটে বল একহাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে ব্যবধান বাড়তে দেননি পেনিয়া। ৬৯তম মিনিটে ফের্মিনকে তুলে নামানো হয় আনসু ফাতিকে। শেষদিকে বদলি নামানো হয় গাভি ও পাউ ভিক্তরকে। কিন্তু কিছু করে দেখাতে পারেননি কেউই।

উল্লেখ্য, ১৩ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠেছে রেয়াল সোসিয়েদাদ।

Header Ad

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। এই মামলায় খালেদা জিয়াকে দেওয়া ১০ বছরের সাজা স্থগিত করেছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতির বেঞ্চে এ আদেশ দেন।

২০০৮ সালের জুলাই মাসে খালেদা জিয়াসহ মোট ছয়জনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন। মামলায় অরফানেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। তদন্ত শেষে ২০০৯ সালে মামলার অভিযোগপত্র দেওয়া হলেও ২০১৪ সালের মার্চে মামলার অভিযোগ গঠন করা হয়।

এরপর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সাজা ও অর্থদণ্ড দেয় বিচারিক আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। এই আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করেন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ২০১৯ সালে আপিল বিভাগে পৃথক দুটি লিভ টু আপিল করেন খালেদা জিয়া। দীর্ঘদিন পর গতকাল (রোববার) এ বিষয়ে শুনানি হয়। শুনানিতে দুদক আইনজীবী আসিফ হাসান বলেন, ট্রাস্টের টাকা খালেদা জিয়া আত্মসাৎ করেননি। টাকা ট্রাস্টের ফান্ডেই আছে। শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য সোমবার (১১ নভেম্বর) দিন ধার্য করেন আপিল বিভাগ।

এদিকে আওয়ামী সরকারের পতনের পর দুই মামলায় (অরফানেজ ট্রাস্ট এবং চ্যারিটেবল ট্রাস্ট) খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেছিলেন রাষ্ট্রপতি।

তবে দণ্ড মওকুফের পরেও আপিল শুনানি কেন? এমন প্রশ্নে খালেদা জিয়ার আইনজীবীরা জানান, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতি মওকুফ করেছেন। সেখানে ক্ষমার কথা আছে। খালেদা জিয়া ক্ষমার প্রতি বিশ্বাসী নন। তিনি অপরাধ করেননি। তাই আইনগতভাবে আদালতের মাধ্যমে মামলা দুটি নিষ্পত্তি করতে আমাদের নির্দেশনা দিয়েছেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে ফোন করে যা বললেন ট্রাম্প
বিবর্ণ বার্সেলোনাকে হারিয়ে দিল সোসিয়েদাদ
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত
গাজা-লেবানন-সিরিয়ায় ইসরায়েলের হামলায় নিহত ৯৪
অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছর পর পাকিস্তানের সিরিজ জয়
খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন: সারজিস আলম
বিএনপির পদ ফিরে পেলেন শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুল
ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন?
ট্রাম্পের সমর্থকদের গ্রেপ্তার বা দমনের ঘটনা ঘটেনি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
নির্মাতা থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুকী
দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠনের জন্য টিম গঠন
দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে: সোহেল তাজ
অচিরেই অনিবন্ধিত অটোরিক্সা নওগাঁ শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হবে: জেলা প্রশাসক
অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন যারা
শিশু মুনতাহার নির্মম হত্যাকাণ্ড: গৃহশিক্ষিকা ও পরিবারের সদস্যসহ ছয়জন গ্রেপ্তার
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আরও পাঁচজন: সন্ধ্যায় শপথ গ্রহণ
ঠিকানায় মার্কিন নির্বাচন বিশ্লেষণ: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন পথে?
এই সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান : উপদেষ্টা আসিফ মাহমুদ
ঢাকা মহানগরে সব পোস্টার ও ব্যানার অপসারণের নির্দেশ দিলো বিএনপি