মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ | ২৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করলেন রিজভী

শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করলেন রিজভী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বে নিয়োজিত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকার বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি।

এসময় রুহুল কবির রিজভী বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা মুক্ত পরিবেশে আজ নিঃশ্বাস নিতে পারছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে কোমলমতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন করছে।

শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করলেন রিজভী। ছবি: সংগৃহীত

খাবার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহঅর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির, ড্যাব নেতা ডা. শরীফুল ইসলাম, ডা. রাকিবুল হাসান মুরাদ, যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. আউয়াল, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. গোলাম রাব্বানী, যুবদলনেতা নজরুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শাহ পরান, আইএইচটি সাবেক সদস্যসচিব রাফসান হোসেন, ছাত্রদলনেতা ডা. মুশফিক, হৃদয়, আশরাফুল আসাদ প্রমুখ।

Header Ad
Header Ad

আমি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলাম না: আদালতে তুরিন আফরোজ

ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ দাবি করেছেন, তিনি কখনোই ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলেন না। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শুনানির সময় তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা আদালতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের সামনে এই শুনানি অনুষ্ঠিত হয়। রিমান্ড শুনানি চলাকালে তুরিন আফরোজকে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানা পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এই শুনানিতে তুরিন আফরোজ বলেন, "আমি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলাম না। আমি ছয় বছর চাকরি থেকে বঞ্চিত ছিলাম। তবে আমি আইনের সঙ্গে সহযোগিতা করব এবং ন্যায়বিচারের প্রত্যাশা করছি।"

এ সময় তিনি আরও বলেন, "৪ আগস্ট আমার টিউমার অপারেশন হয়েছিল এবং আমি এ ব্যাপারে ডাক্তারি রিপোর্ট প্রদান করতে পারব। আমি গত চার বছর ধরে মিডিয়ায় কিছু বলিনি বা লিখিনি।"

তুরিন আফরোজের পক্ষে কোনো আইনজীবী না থাকায়, তিনি নিজেই শুনানি করেন এবং বলেন, "আমি যদি ১০ দিন নয়, ২০ দিন রিমান্ডে থাকি, তাতে কোনো সমস্যা নেই। তবে আমি তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করব।"

শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, সোমবার রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এই মামলায়, ২০১৫ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের শেষ দিনে ৫ আগস্ট, আ. জব্বার নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন, এবং পরবর্তীতে ২৭ মার্চ তিনি তুরিন আফরোজসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তুরিন আফরোজকে এজাহারভুক্ত ৩০ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

Header Ad
Header Ad

ইউএস নিউজের তালিকা

বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় বাংলাদেশ ৪৭তম

ছবি: সংগৃহীত

বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় ৪৭তম স্থানে রয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস নিউজ এ তালিকা করেছে। এতে শীর্ষ পাঁচে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানি।

১২তম স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে মোট ৮৯টি দেশ নিয়ে করা এ তালিকায় পাকিস্তান, উত্তর কোরিয়া, ভুটান ও মালদ্বীপের নাম পাওয়া যায়নি।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন রয়েছে তালিকার ১৪তম স্থানে। আর ইসরাইলের নাম রয়েছে ১০ম স্থানে।

এ ছাড়াও শীর্ষ ৫০টি দেশের মধ্যে মধ্যপ্রাচ্যের সৌদি আরব ৯ম, ইরান ১৬তম, সংযুক্ত আরব আমিরাত ১১তম, তুরস্ক ১৭তম, কাতার ১৯তম, কুয়েত ২৫তম, মিশর ৩২তম এবং জর্ডান ৫০তম অবস্থানে রয়েছে।

এদিকে এশিয়ার দেশ মালয়েশিয়া ৪৩তম ও বিশ্বে সবচেয়ে বেশি মুসলমানের দেশ ইন্দোনেশিয়া ৩৫তম অবস্থানে রয়েছে।

বিশ্বজুড়ে নেতৃত্ব, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব, শক্তিশালী রফতানি, আন্তর্জাতিক জোট এবং সামরিক শক্তির উপর ভিত্তি করে এই তালিকা করা হয়েছে। এ ছাড়া গুরুত্ব পেয়েছে দেশগুলোর পররাষ্ট্রনীতি, সামরিক বাজেট এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতা।

Header Ad
Header Ad

প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: পিআইডি

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার একটি বিনিয়োগকারী প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সমস্যা, সম্ভাবনা এবং সম্ভাব্য উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। কোরিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং।

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে চলমান চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগের পরিবেশ এবং দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আমি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলাম না: আদালতে তুরিন আফরোজ
বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় বাংলাদেশ ৪৭তম
প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক
টাঙ্গাইলে বিয়ের ১৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
নেতানিয়াহুকে ট্রাম্প বললেন ‘তুরস্কের সঙ্গে যৌক্তিক আচরণ করবেন’
৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তি সই করল বাংলাদেশ
লাইভে এসে ছাত্রদল নেতার বহিষ্কার চাইলেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি
চালু হচ্ছে সরকারি ফার্মেসি, স্বল্পমূল্যে মিলবে ওষুধ
অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ম্যাক্স ও তমা গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেপ্তার
বদলে গেল বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম থানার নাম
ট্রেনের পাওয়ার কারে যাত্রী পরিবহন নিষিদ্ধ, শাস্তির আওতায় আসবে চালকরা
লামায় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ৯ তামাক চাষি অপহরণ
আল্লু অর্জুনের নতুন সিনেমার বাজেট ৮০০ কোটি রুপি, পরিচালনায় অ্যাটলি
ইসরাইলি হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মানসুর
২৯ এপ্রিল থেকে ২০২৫ সালের হজ ফ্লাইট শুরু
উত্তাল ভারতে ওয়াকফ বিল আইনে পরিণত, মনিপুরে বিজেপি নেতার বাড়িতে আগুন
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
মাকে জামায়াত রুকন অপবাদ দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেন তুরিন আফরোজ: অভিযোগ মায়ের