শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বিশ্বের কাছে দেশকে হাস্যরসে পরিণত করেছে সরকার: রিজভী

দুস্থদের মাঝে কম্বল বিতরণ। ছবি: সংগৃহীত

ভোটবিহীন ‘ডামি নির্বাচন’ করে ‘অবৈধ’ সরকার বিশ্বের কাছে দেশকে হাস্যরসে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এর সভাপতিত্বে বিএনপিপ্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের কঠোর সমালোচনা করেন রুহুল কবির রিজভী। বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নির্বাচনে না এসে দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে। অজ্ঞ ওবায়দুল কাদেররা এই দেশটাকে দোজখে পরিণত করেছেন। আমরা তো সার্বভৌমত্ব ফিরিয়ে আনার আন্দোলন করছি। আপনারা তো সার্বভৌমত্বকে বন্ধক রেখেছেন। দেশের সার্বভৌমত্বকে বন্ধক রেখে একটি ভোটবিহীন ডামি নির্বাচন করে দেশকে বিশ্বের কাছে হাস্যরসে পরিণত করেছেন। আমরা যদি সার্বভৌমত্ব বন্ধক রাখতাম প্রভুদের কথা শুনতাম নিজেদের শক্তি বলে আন্দোলন করতাম না। এদেশের জনগণ আমাদের শক্তি, তাদের ভরেই আমরা রাজনীতি করছি। কোনো প্রভুদের ভরে নয়। যারা প্রভু রাষ্ট্রের ভরে রাজনীতি করে তারাই এদেশের সার্বভৌমত্বকে বিক্রি করে।

দুস্থদের মাঝে কম্বল বিতরণ

 

রিজভী আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আমরা চলছি, যার কারণে দুর্নীতিবাজ সরকারের নির্যাতনের মধ্যেও আমাদের আন্দোলন চলমান। এই ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজ সরকার আমাদের দলের পুরুষ নেতাকর্মীদের ওপর জেল-জুলুম-অত্যাচার তো করছেই, সেই সঙ্গে আমাদের নারী নেত্রীদের ওপরও জুলুম-অত্যাচার করছে। এর মধ্যেও আমাদের নারী নেত্রীরা পুরুষ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।’

সরকারের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আজ আমরা নদীর পানি আনতে পারি না। টিপাই মুখ বাঁধ, পদ্মা বাঁধ আটক করে রেখেছে। আপনারা কথা বলতে পারেন না। কারণ আপনারা সর্বভৌমত্ব বিক্রি করা লোক। জনগণের ভোটের অধিকার হরণ করে একদলীয় কর্তৃবাদী হয়েছেন শেখ হাসিনা। তিনি (শেখ হাসিনা) আজ নিজেকে সম্রাট হিসেবে পরিণত করেছেন। তার কথায়, তার ইশারায় দেশ চলছে। এর মধ্যেও আমাদের এখানে যে নেতারা আছেন, তারা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, সার্বভৌমত্ব রক্ষা ও শক্তিশালী করার জন্য জীবনকে বাজি রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।’

 

রিজভী বলেন, ‘আমাদের জীবন চলে যাবে, তারপরও বাংলাদেশের এক ইঞ্চি মাটি এজারা দিতে দেবো না আমরা। এটাই হচ্ছে বিএনপি। কারণ এই শিক্ষাটাই, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র—এই তিনটি সুরক্ষার বাণী শুনিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এ বাণী শুনিয়েছিলেন বলেই আন্তর্জাতিক চক্রান্ত দ্বারা তাকে হত্যা করা হয়েছে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘অকুতোভয় দেশপ্রেমী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পতাকা, সেই পতাকা হাতে তুলে নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই সরকার তাকে জেলে ভরে নিপীড়ন-নির্যাতন করছে। তিনি এখন রোগে আক্রান্ত হয়েছেন, তারপরও তার সঙ্গে আপস করা যায়নি। তার মাথা নোয়াতে পারেনি। এটাই হচ্ছে সার্বভৌমত্ব রক্ষার বড় প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ডাঃ রফিক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহবুব মাসুম সান্ত ও মহিলা দল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

Header Ad
Header Ad

সারা দেশে ৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: মহাপরিচালক

হবিগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমদ খান। ছবি: সংগৃহীত

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমদ খান জানিয়েছেন, সারা দেশের ৩২৯টি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) স্থাপন করা হচ্ছে। এ লক্ষ্যে সরকার ২০ হাজার ৫০০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে হবিগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। এ সময় জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মহাপরিচালক বলেন, “বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা থাকলেও বাংলাদেশ থেকে যথাযথভাবে দক্ষ শ্রমিক প্রেরণ সম্ভব হচ্ছে না। বর্তমানে দেশের প্রায় দেড় কোটি মানুষ বিদেশে স্বল্প মজুরিতে কাজ করছেন, যার ফলে প্রত্যাশিত বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।”

তিনি আরও জানান, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও লাখাই উপজেলায় এই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করা হবে। প্রতিটি উপজেলায় ৩ একর ভূমি অধিগ্রহণ করা হবে। তবে যদি কোনো দানশীল ব্যক্তি জমি দান করতে চান, তা সাদরে গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ইতোমধ্যে নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় দুইজন দানশীল ব্যক্তি জমি দান করেছেন বলে উল্লেখ করেন শোয়াইব আহমদ খান।

সরকারিভাবে দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে রপ্তানিযোগ্য পেশাজীবী হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Header Ad
Header Ad

২৭৭ জনকে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড, এইচএসসি পাসেও আবেদন

ছবি: সংগৃহীত

৬টি পদে ২৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটিতে এইচএসসি পাস করা চাকরি প্রার্থীদেরও আবেদন করার সুযোগ রয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আগামী ১০ এপ্রিল বিকেল ০৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

পদের বিবরণ:

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ০১ মার্চ ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। এসএসসি অথবা সমমান পরীক্ষার সনদপত্রের উপর ভিত্তি করে বয়সের সীমারেখা নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাপাউবো’র ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদন ফি: ১-৪ নং পদের জন্য ২০০ টাকা, ৫ নং পদের জন্য ১৫০ টাকা, ৬ নং পদের জন্য ১০০ টাকা অফেরতযোগ্য হিসেবে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১০ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল ০৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

Header Ad
Header Ad

ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫৪

ছবি: সংগৃহীত

শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৪ জনে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪ হাজার ৮৫০ জন, নিখোঁজ রয়েছেন ২২০ জন। শনিবার (৫ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে মিয়ানমার সফররত জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান ভূমিকম্প-পরবর্তী উদ্ধার তৎপরতায় মানবিক ও সাম্প্রদায়িক সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেছেন বলে জানিয়েছে রয়টার্স।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা আমরাপুরা। সেখানে খাবার ও ত্রাণ সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। সামান্য খাবার পেতেও মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে।

এদিকে, সেনা সরকারপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং একটি বিদেশ সফর শেষে নেপিদোতে ফিরেছেন। তিনি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলনে যোগ দেন এবং সেখানে থাইল্যান্ড, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও ভারতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সফরকালে জেনারেল মিন অং হ্লাইং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানান, চলতি বছরের ডিসেম্বর মাসে 'স্বাধীন ও নিরপেক্ষ' নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে জান্তা সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী মোদি মিয়ানমারে যুদ্ধবিরতি স্থায়ী করতে আহ্বান জানিয়েছেন এবং বলেন, “নির্বাচন হতে হবে সমন্বিত ও বিশ্বাসযোগ্য।”

তবে সমালোচকরা এই নির্বাচনী পরিকল্পনাকে 'প্রহসন' বলেই দেখছেন। তাদের মতে, এতে সেনাবাহিনী কেবল নিজেদের পছন্দের প্রতিনিধিদের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার চেষ্টায় লিপ্ত।

২০২১ সালে নোবেলজয়ী অং সান সু চির নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাতের পর থেকে সেনাবাহিনী ব্যর্থভাবে দেশ পরিচালনা করে আসছে। ফলে অর্থনীতি, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক সেবাখাত ভেঙে পড়েছে। ২৮ মার্চের ভূমিকম্প পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে ৩০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, দেশটির এক-তৃতীয়াংশ জনগণ মানবিক সহায়তার প্রয়োজন অনুভব করছে।

এদিকে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের দফতর জানিয়েছে, জান্তা সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা সরবরাহে বাধা দিচ্ছে, বিশেষ করে যেসব এলাকায় তারা জনগণের সমর্থন হারিয়েছে। তারা আরও জানায়, ৫৩টি হামলার তদন্ত চলছে, যার মধ্যে ১৬টি যুদ্ধবিরতির পর সংঘটিত, এবং কয়েকটিতে বিমান হামলার ঘটনাও রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সারা দেশে ৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: মহাপরিচালক
২৭৭ জনকে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড, এইচএসসি পাসেও আবেদন
ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫৪
পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো নিউজিল্যান্ড
স্বর্ণভর্তি ব্যাগ ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত গড়লেন অটোরিকশাচালক খায়রুল
ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী
যারা ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে, তারা রাজনীতি করার অধিকার রাখে না
লৌহজংয়ে কার্টনে পাওয়া মরদেহের টুকরোগুলো সাভারের সবুজ মোল্যার
মার্কিন শুল্ক নিয়ে সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা
গৃহকর্মীকে মারধরের অভিযোগ: পরীমনি বললেন ‘আমার হাতে সব প্রমাণ আছে’
যমুনা সেতু মহাসড়কে র‍্যাবের টহল জোরদার (ভিডিও)
শরীয়তপুরে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ
গরমে তৃষ্ণা মেটানোর বদলে ডিহাইড্রেটেড করবে যেসব পানীয়
পরকীয়া থেকে ফেরাতে না পেরে স্বামীকে হত্যা করলেন স্ত্রী
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার: জাতিসংঘ
আয়ারল্যান্ডের পাসপোর্ট বিশ্বসেরা, বাংলাদেশের অবস্থান ১৮১তম
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, নেই যানজট ও ভোগান্তি
আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ
অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে ২৮ জনের ৩ কোটি আত্মসাৎ, ফেরত দেওয়ার দাবি