‘এ সরকারের অধীনে কোনো নির্বাচন স্বাধীন নয়’
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, এ সরকারের অধীনে কোনো নির্বাচন স্বাধীন নয়। এ সরকার একটি অগণতান্ত্রিক সরকার। এখনো সময় আছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেশের মানুষকে মুক্তি দিয়ে সরে পড়ুন। আর তা না হলে দেশের জনগণ গণআন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না।
উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিএনপি ঘোষিত ১০ দফা দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৯ মে) বিকাল ৩টার দিকে মাগুরা জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, দেশের জনগণ আর দেরি করবে না। তারা রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের দাবি আদায় করে ঘরে ফিরবে। সময় হয়ে গেছে, স্বৈরাচার সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে। শুধু সময়ের ব্যাপার। এ সরকারের বিদায় তরান্বিত করতে তিনি দেশপ্রেমিক জনগণকে সামনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশ-বিদেশ আর এ সরকারকে দেখতে চায় না। জোর করে আর ক্ষমতায় থাকা যাবে না বুঝতে পেরে তারা আবোল-তাবোল বকছে। তাদের আর কোনো সুযোগ দেওয়া যাবে না। শান্তিপূর্ণ আন্দোলনেই তাদের পতন হবে।
জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্যসচিব মো. আখতার হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ওবায়দুল হক চান্দ, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান সম্রাট, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, ফারুকুজ্জামান ফারুক, মিঠুন রায় চৌধুরী, অ্যাড. রোনুজ্জামান খান, সদর থানা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ খান কিজিল, বিএনপি নেতা সৈয়দ রফিকুল ইসলাম তুষার, জেলা যুবদলের সভাপতি অ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম প্রমুখ। গণসমাবেশে জেলার ৪ উপজেলার বিভিন্ন ইউনিটের সব পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসজি