বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নতুন সরকার প্রতিষ্ঠায় সবাইকে রুখে দাঁড়াতে ফখরুলের আহ্বান

বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। আন্দোলনের মাধ্যমে তাদেরকে পরাজিত করে নতুন সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আসুন আমরা সংগ্রামের দিকে এগিয়ে যাই সেই নতুন সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই।’

সোমবার (১ মে) বেলা আড়াইটার দিকে মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ সবাইকে রুখে দাঁড়াতে হবে। শ্রমজীবী মানুষের জন্য রুখে দাঁড়াতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘তারা আবার পুরানো কায়দায় নির্বাচন করতে চায়। আবারও যেন তারা ক্ষমতায় আসতে চায়। তাই আগে থেকেই হুমকি দামকি দিচ্ছে। সারা বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে। গণতান্ত্রিক স্বপ্ন ভেঙেচুরে তছনছ করে দিয়েছে। ভয়ভীতি দেখিয়ে মিডিয়া, আদালত নিয়ন্ত্রণ করছে। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘একজন মন্ত্রী বলেছেন, এটা নিয়ে নাকি আমরা রাজনীতি করছি। এত বড় একজন নেত্রীকে নিয়ে এ ধরনের বক্তব্যে ধিক্কার জানাই। আপনারা তাকে সুচিকিৎসার দিচ্ছেন না, তাকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দিচ্ছেন না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শপথ নিতে হবে শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজপথে আছি, থাকব। সরকারকে বিদায় করে দেশে গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা করব।

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, মাত্র ৪০ হাজার লোক জেলে জায়গা দিতে পারবেন। আজকে দেখে যান এখনে কত লোক হয়েছে? কত লোক গ্রেফতার করবেন?

তিনি বলেন, ‘আমরা কয়দিন আগে বিদেশি কূটনীতিকের আমন্ত্রণে বাসায় দাওয়াত খেতে গেলাম। তারা (আওয়ামী লীগ নেতারা) বিএনপি নাকি ক্ষমতায় যাওয়ার জন্য দ্বারে দ্বারে যাচ্ছে। আমরা তা করছি না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য বিদেশে বিদেশে ঘুরে ধরনা দিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘যদি সাহস থেকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিন।’ মির্জা আব্বাস অভিযোগ করেন, শ্রমিকরা, যুবকরা বাড়িতে থাকতে পারছে না। এই জন্য দেশ স্বাধীন হয়নি। গণতন্ত্রের জন্য আজকে শ্রমিকরা ঐক্যবদ্ধ। তাই এই সরকারের নিস্তার নাই।

শ্রমিক সমাবেশে যোগ দেয় ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ দলের নেতা-কর্মীরা। এ ছাড়া, ঢাকা এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন জেলার বিএনপি খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন। সমাবেশে বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি'র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শামা ওবায়েদ,গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মজুমদার, কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন সরকার, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, মহিলাদলের হেলেন জেরিন খান, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত হয়েছেন।

শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু সমাবেশ সঞ্চালনা করেন।

সমাবেশের পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। নয়াপল্টন থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রা কাকরাইল মোড় হয়ে শান্তিনগর মোড় হয়ে মালিবাগ মৌচাক হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে।

সমাবেশ ফিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শর্তক অবস্থানে থাকতে দেখা যায়।

এমএইচ/এমএমএ/

Header Ad

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

টানা দুই দফা কমানোর পর ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১৫৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দরের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।

এর আগে সোমবার ও মঙ্গলবার দুই দফায় কমানো হয় স্বর্ণের দাম। তার আগে গত ২০, ২২ ও ২৪ নভেম্বর তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২,১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,৫৮৬ টাকা।

Header Ad

বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার

বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়-বিজি প্রেসের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুই কর্মচারী হলেন- বিজি প্রেসের পোটার মো. মজনু মিয়া (৫৯) ও বাইন্ডার মো. আকরাম হোসেন (৪৭)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, বিসিএস প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে সিআইডির একটি দল। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।

উল্লেখ্য, এর আগে ৮ জুলাই সরকারি কর্মকমিশনের অধীনে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আলোচনায় আসা সৈয়দ আমেদ আলী ও তার ছেলে সোয়ানুর রহমান সিয়ামসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছিল সিআইডি। এ ঘটনায় পরবর্তী সময়ে মামলা হয়। মামলার পর প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সরকারি অনেক কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করে সিআইডি।

Header Ad

সাত কলেজের অনার্স ১ম বর্ষের পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ সালের ১ম বর্ষ অনার্স পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২৮ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ সনের ১ম বর্ষ অনার্স পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে। অন্যান্য পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি অপরিবর্তিত থাকবে।

Header Ad

সর্বশেষ সংবাদ

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার
সাত কলেজের অনার্স ১ম বর্ষের পরীক্ষা স্থগিত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল
ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র এখনো অব্যাহত: রিজভী
জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, বিচারককে ডিম ছুড়লেন আইনজীবীরা
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিজেপির বিক্ষোভ
নিরবের পরকীয়ার অভিযোগ ফিরিয়ে নিলেন স্ত্রী, চাইলেন ক্ষমা
মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল
ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম, নেতৃত্বে হাসনাত-সারজিস
চাঁদাবাজি ও কর ফাঁকির মামলা থেকে তারেক রহমানের অব্যাহতি
পাবনার আটঘরিয়ায় দিনে-দুপুরে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট
যে পেশায় মানুষের জায়গা নিতে পারবে না এআই
প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ
সুপ্তার সেঞ্চুরির আক্ষেপের পরেও বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
নায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর
মুন্সি সমিতির অফিসে আগুন দিলো আইনজীবীরা
মৃত্যুর ৬ বছর পর প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান
তানজিম সাকিবের দারুণ বোলিং, জয়ে শুরু গায়ানার