২ নাতনির সঙ্গে ঈদ করলেন খালেদা জিয়া
দুই নাতনির সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শনিবার (২২ এপ্রিল) ঢাকাপ্রকাশ-কে এ তথ্য নিশ্চিত করে খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন বলেন, ম্যাডাম এবার তার ২ নাতনির সঙ্গে ঈদ উদযাপন করেছেন।
কয়েক বছর ধরেই দাদির সঙ্গে ঈদ করেন তার দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। তারা খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো ও শর্মিলা রহমান সিঁথির কন্যা। এবারও দাদির সঙ্গে ঈদ করলেন জাফিয়া ও জাহিয়া।
খালেদা জিয়ার সঙ্গে ঈদ উদযাপন করতে তারা বৃহস্পতিবার (২০ এপ্রিল) ঢাকায় আসেন। এদিন দুপুরে রাজধানীর হযরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
এসময় তাদের মা শর্মিলা রহমান তাদেরকে রিসিভ করেন। পরে দুপুর পৌনে ২টা তারা গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। এদিকে এর আগে প্রায় এক মাস আগে ঢাকায় আসেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।
জানা গেছে, বেগম খালেদা জিয়া দুই নাতির সঙ্গে ঈদ উদযাপন করতে পেরে বেশ আনন্দ উপভোগ করেছেন। নাতনিরাও বেগম জিয়ার সঙ্গে ঈদ করতে পেরে বেশ আনন্দিত।
কেএম/এএস