‘ডলার সংকট আড়াল করতেই বাংলাদেশ ব্যাংকের নতুন নোট ’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের লাগামহীন দুর্নীতি, মূল্যস্ফীতি বাড়ার মূল কারণ আইএমএফের ঋণ নিয়ে সরকার দেশ চালাচ্ছে। সরকারের পৃষ্ঠপোষকতায় অর্থ পাচার চলছে, অন্য দিকে দিনদিন মানুষ আরও দরিদ্র হচ্ছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। এই দুর্বিসহ জাতীয় সংকট থেকে মুক্তি পেতে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল রাজনৈতিক মতপার্থক্য ভুলে এই অবৈধ সরকারকে হটানোর জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ে দুর্বার গণ-আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, পতন ঘটাতে হবে। প্রতিষ্ঠা করতে হবে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার, যার অধীনে এদেশের তরুণ প্রজন্মসহ সমগ্র জনগণ নির্বিঘে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামত” এর ২৭ দফা বাস্তবায়নে কাঙ্ক্ষিত জাতীয় সরকার গঠন করবে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলনে বিজয়ের মাধ্যমে আগামী দিনে দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট দূরীভূত করা সম্ভব হবে।
সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সরকার সম্প্রতি দুদফা বিদ্যুতের দাম বাড়িয়েছে। ১৩ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ১০০.৮ শতাংশ। জরুরি প্রয়োজন ছাড়া খেয়ালখুশি মতো বিদু্তের দাম বাড়ানো হচ্ছে। গ্যাসের মূল্যবৃদ্ধির মাধ্যমে সরকার রাজস্ব আয় বাড়াচ্ছে। গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের উপর বোঝা চাপানো হচ্ছে।
তিনি বলেন, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সরকারি কোষাগার শূন্যের কোঠায় নিয়ে যাওয়া হচ্ছে। বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলো ফান্ড শূন্য হয়ে পড়েছে। ডলার সংকট আড়াল করতে নতুন নোট ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলার সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য আমদানি করা যাচ্ছে না। রোজায় পণ্য সংকট প্রকট হওয়ার আশঙ্কা।
মির্জা ফখরুল বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় খেলাপী ঋণের পরিমাণ বেড়ে চলেছে। বিদেশি ঋণ পরিশোধে ২০২৪ সালে কঠিন পরিস্থিতির মুখে পড়বে সরকার। অর্থনৈতিক দুরাবস্থার জন্য বৈশ্বিক পরিস্থিতির চেয়ে অভ্যন্তরীণ সংকট বেশি দায়ী। ইউক্রেন যুদ্ধ নয়, সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনা-দুর্নীতি আর্থিক সংকটের মূল কারণ। আইএমএফের ঋণে সংকট কতটা কাটানো যাবে তা নিয়ে সংশয় আছে।
বিএনপি মহাসচিব বলেন, চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট দেশে জাতীয় সমস্যা তৈরি করেছে। সরকারকে সরাতে হবে। জবাবদিহি না থাকায় মিথ্যা প্রচারণায় জনগণকে বিভ্রান্ত করছে সরকার। তাই সংকট সমাধানের একমাত্র পথ সরকারকে সরে যেতে হবে। তাহলে জনগণের আস্থা তৈরি হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির বড় অগ্রাধিকার খালেদা জিয়ার মুক্তি। রাজনীতিতে ফিরিয়ে আনা খালেদা জিয়ার মুক্তির উপর নির্ভর করবে।
এসএন