বিএনপির পক্ষ থেকে তুরস্ক দূতাবাসে ত্রাণসামগ্রী প্রেরণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানস্থ রাজনৈতিক কার্যালয় হতে দলের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের নাগরিকদের সহায়তার জন্য কাভার ভ্যান যুগে ( ঢাকা মেট্রো-ম ১১-৫৩২৪) ঔষধ এবং ত্রাণসামগ্রী বারিধারাস্থ তুরস্ক দূতাবাসে পাঠানো হয়।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে তিনটার দিকে গুলশান কার্যালয় থেকে তুরস্ক দূতাবাসে এ ত্রাণ সামগ্রী পাঠানো হয়।
উক্ত ত্রাণসামগ্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক লিয়াজোঁ কমিটির সদস্য শ্যামা ওবায়েদ সংগঠনের পক্ষ থেকে হস্তান্তর করবেন বলে বিএনপি’র একটি দায়িত্বশীল সূত্রে জানা যায়।
এমিএইচ/এমএমএ/