মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মিথ্যাচার করছে সরকার: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নেতারা ও সরকার যাই বলুক না কেন গতকাল মার্কিন দূতাবাস থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটাই যথেষ্ট। আওয়ামী লীগের নেতারা বলেছেন তারা চেষ্টা করছেন মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেবেন বলে। আসল কথা হচ্ছে আওয়ামী লীগ অতীতেও মিথ্যাচার করেছে এখনো মিথ্যাচার করছেন।
বুধবার (১৮ জানুয়ারি) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ফখরুল বলেন, আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না। স্পষ্ট কথা এই সরকার ও প্রধানমন্ত্রী যিনি আছেন তার অধীনে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।
তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা মুখে গণতান্ত্রিক পরিবেশের কথা বললেও বাস্তবে নানা প্রকার উসকানি সহিংসতার মাধ্যমে সন্ত্রাসী পরিবেশ সৃষ্টি করছে। বিএনপির প্রতিটি নেতা-কর্মীর বাড়িতে হামলা চালানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। এতেই বোঝা যায় আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে উসকানির অংশ হিসেবে এইসব কর্মকাণ্ড করে জনগণের আন্দোলনকে দমন করতে চাচ্ছে।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ফরুল বলেন, আওয়ামী লীগ নেতারা ও সরকার যাই বলুক না কেন গতকাল মার্কিন দূতাবাস থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটাই যথেষ্ট। আওয়ামী লীগের নেতারা বলেছেন তারা চেষ্টা করছেন মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেবেন বলে। আসল কথা হচ্ছে আওয়ামী লীগ অতীতেও মিথ্যাচার করেছে এখনো মিথ্যাচার করছেন স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী।
বিএনপি মহাসচিব বলেন, আমরা বরাবরই মনে করি বিদেশি শক্তির উপর নির্ভর করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় জনগণের শক্তির উপর ভিত্তি করে। সেই লক্ষ্যে জনগণ এই সরকারের পদত্যাগ দাবিতে সংঘটিত হচ্ছে। তাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ভারত কে কি বলবে, না বলবে তা মুখ্য বিষয় নয়। গতকালও মার্কিন দূতাবাসের বিবৃতিতে তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আশাবাদ ব্যক্ত করেছেন। অংশ গ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন। আর আমাদের মন্ত্রী-এমপিরা তাদের দৃষ্টিকোণ থেকে বলেছেন, তারা এতটাই হতাশ হয়েছেন যে, বলতে বাধ্য হয়েছেন আমরা চেষ্টা করছি নিষেধাজ্ঞা কীভাবে উঠে যায়। অথচ যে সকল সংস্থা ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তারা কিন্তু এই সরকারের নির্দেশেই কর্মকাণ্ড পরিচালিত করেছিল। এখন এই সরকারের প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে জনগণ। জনগণের সামনের দিনে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।
মির্জা ফখরুল বলেন, জনবিরোধী সরকার ভীত হয়ে হত্যা হুমকি, মিথ্যা মামলা, গ্রেফতারের মাধ্যমে জনগণের আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করছে।
আরএ/
