অবৈধ ক্ষমতা রক্ষার বৃথা চেষ্টায় সরকার বেপরোয়া
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা ধারণ করে শান্তি, স্বস্তিতে একটি সমৃদ্ধ মাতৃভূমিতে জীবনযাপনের লক্ষ্যে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ। অথচ জনগণ আজ এক অনির্বাচিত, কর্তৃত্ববাদী, নিপীড়ক ও ক্ষমতা রক্ষায় হিংস্র সরকারের বর্বর হামলার শিকার।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত প্রস্তাব ও সিদ্ধান্তগুলো জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠার শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া বিরোধী দলীয় নেতা-কর্মী, তাদের পরিবারের সদস্যরা প্রতিনিয়ত সরকারের হাতে নিহত, আহত ও নির্মম অত্যাচারের শিকার হচ্ছে। মিথ্যা ও গায়েবি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, উপদেষ্টা পরিষদ সদস্য আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনসহ সহস্রাধিক নেতা-কর্মীকে এই মাসেই অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে। এজাহারভুক্ত আসামি না হয়েও বার বার তাদের জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। এ ছাড়া কারাগারে প্রাপ্য মর্যাদা ও সুবিধাদি না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।
নজরুল ইসলাম বলেন, বিরোধী দলীয় নেতা-কর্মীদের কারাগার পরিবর্তন এবং কোর্টে হাজিরা দেওয়ার সময় ডাণ্ডা-বেড়ি পড়ানোর মতো নিষ্ঠুর ও অমানবিক আচরণ করা হচ্ছে। বিরোধীমত দমনের এমন মধ্যযুগীয় বর্বরতার নিন্দা জানিয়েছেন দেশ-বিদেশের রাজনৈতিক দল, ব্যক্তি ও মানবাধিকার সংগঠন। প্রতিবাদ হয়েছে ও হচ্ছে সারা দেশে। কিন্তু অবৈধ ক্ষমতা রক্ষার বৃথা চেষ্টায় সরকার আরও বেপরোয়া, হিংস্র, প্রতিশোধপরায়ন হয়ে নিপীড়নের মাত্রা বড়িয়ে চলেছে। তাদের মিথ্যাচার, দুর্নীতি ও অনাচার যত বাড়ছে ততই তারা জনবিচ্ছিন্ন হচ্ছে।
সভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ জাতীয় নেতাদের এবং দল ও অঙ্গ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীকে বিনা অপরাধে গ্রেপ্তার করা, বার বার তাদের জামিনের আবেদন প্রত্যাখান এবং কারাগারে তাদের প্রাপ্য মর্যাদা ও সুবিধাদি না দেওয়ায় তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। সেই সঙ্গে অবিলম্বে নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি প্রদানের জোর দাবি জানানো হয়। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলা দায়েরেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
তিনি বলেন, আমদানি সংকটের কারণে যখন দেশের দুটি এলএনজি টার্মিনালের সরবরাহ সক্ষমতা নেমেছে ৫০ শতাংশের নিচে তখন সরকারের আরও ২টি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনার মাধ্যমে জ্বালানির মতো কৌশলগত পণ্য নিয়ে দুর্নীতির অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে এমন গণবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জোর দাবি জানায় এবং জনগণকে এ ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
নজরুল ইসলাম বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনে সক্রিয় দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনগণ, রাজনৈতিক দল, শ্রেণি-পেশার সংগঠনকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণভাবে দেশ ও জনগণের সংকট সমস্যা নিরসনের লক্ষ্যে অবৈধ সংসদ বাতিল, জোর করে ক্ষমতাসীন সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা, বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি এবং কুশাসন, দুর্নীতি, অনাচার ও দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধি অর্জনের এই লড়াইকে তীব্রতর করার উদাত্ত আহ্বান জানানো হয়।
এসএন