যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি ৩০ ডিসেম্বর
সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলনে মাঠে নামছে ৩০ ডিসেম্বর। রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি যুগপৎ আন্দোলনে যেতে কর্মসূচি ঘোষণা দেয়। সেই কর্মসূচির আলোকে ৩০ ডিসেম্বর দাবি আদায়ে গণমিছিল কর্মসূচিতে মাঠে নামতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন এবং নির্বাচন; যথাযথভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার যে লড়াই সেই লড়াইয়ে জনগনকে ৩০ ডিসেম্বর স্মরণ করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিএনপির ১০ দফার মধ্যে সংসদ বিলুপ্ত করে সরকারের পদত্যাগ, জাতীয় নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন, নুতুন নির্বাচন কমিশন তৈরি, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ দফা রয়েছে। ২০১৮ সালের এই দিনে (৩০ ডিসেম্বর) দিনের ভোট রাতে করে এই সরকার ক্ষমতায় এসছে। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী ৩০ ডিসেম্বর ঢাকা মহানগরে আমাদের ১০ দফা্র দাবির আলোকে এবং সেই ভোট জালিয়াতি এবং ভোট চুরির মাধ্যমে জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত এই দুর্নীতিবাজ অগণতান্ত্রিক ও গণবিরোধী সরকারের পদত্যাগ, ওই সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিন ক্রমবর্ধমান ঊধর্বগতির প্রতিরোধ, সরকার ও তাদের ঘনিষ্ঠজনদের সীমাহীন দুর্ণীতি-অনাচার-লুটপাটের অবসানের লক্ষ্যে নির্বাচনী প্রহসনের মাধ্যমে ক্ষমতা দখলের পরিবর্তে জনগনের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার যে লড়াই সেই লড়াইকে আমরা এগিয়ে নেব ৩০ তারিখের গণমিছিলের মাধ্যমে।
এদিকে বিএনপি ঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিল কর্মসূচিতে সমর্থন দিয়েছে ৭ টি রাজনৈতিক দল। দলগুলো হচ্ছে- ন্যাশনাল পিপলস পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি(জাগপা), ন্যাপ(ভাসানী), ইসলামী ঐক্য জোট, ডেমোক্রেটিক লীগ, পিপলস লীগ, বাংলাদেম ন্যাপ(শাওন-সাদেকী) প্রমুখ। ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা স্বাক্ষরিত এ প্রেস বিবৃতি এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শনিবার (১৭ ডিসেম্বর) বিএনপি ২৪ ডিসেম্বরের পরিবর্তনে ৩০ ডিসেম্বর ১০ দফা দাবিতে যে গণমিছিলের ঘোষণা দিয়েছে তারপ্রতি উল্লেখিত দলগুলো পূর্ণাঙ্গ সমর্থন জানিয়েছে এবং উক্ত গণমিছিলে সকলে পৃথকভাবে অংশগ্রহণ করবে; খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সকল রাজবন্দির মুক্তি জানিয়েছে।
এছাড়াও সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে গণমিছিল ও সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগামী ৩০ ডিসেম্বরকে কালোদিন বিবেচনায় নিয়ে সারাদেশে গণমিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূর বলেছেন, সরকারবিরোধী দলগুলো রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে। ফ্যাসিবাদ বিরোধী ও সরকার পতনের আন্দোলনে বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে ৪২টি দল যুগপৎ আন্দোলনের ব্যাপারে একমত হয়েছে।
এমএইচ/এএস